Also read in

পথ নিরাপত্তা এবং পথ চলায় সচেতনতা নিয়ে মধ্যে শহর পুজো কমিটির ব্যতিক্রমী উদ্যোগ

নরসিংটোলায় অবস্থিত মধ্যশহর সাংস্কৃতিক সমিতি দুর্গা পুজো উদযাপন করার পাশাপাশি তাঁদের সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য বিখ্যাত। মণ্ডপ ও দেবদেবীর মূর্তির পাশে একটি স্টেজ থাকে যেটা সবসময় উপত্যকার প্রতিভাবান শিল্পীদের জন্যে তৈরি যারা দর্শকদের মনোরঞ্জন করে। এটি এমন একটি পুজো যেখানে মানুষ মণ্ডপ ও প্রতিমা দেখার সাথেসাথে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারে। এই বছর পুজো কমিটি তাদের ৭০ তম বার্ষিকী উদযাপন করছে এবং তাঁর প্রতীকী হিসেবে সমিতির সদস্যরা সামাজিক সচেতনতা সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে।
মণ্ডপ চত্বরে সড়ক নিরাপত্তা ও শিষ্টাচার সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরার জন্যে ১২ টি ফ্লেক্স উপস্থাপন করা হয়েছে। “আমরা প্রায়ই মানুষদের ট্রাফিক নিয়ম উপেক্ষা করতে দেখি যার ফলে জ্যাম হয়। আমরা এখন অযৌক্তিকভাবে হর্ন মারার সাথে অভ্যস্ত এবং খুব কমই আমরা এম্বুলেন্সকে যাওয়ার জন্যে রাস্তা করে দেই, এগুলো হলো কিছু প্রাথমিক শিষ্টাচার সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে এবং আমরা জনগণকে এগুলো নিয়ে সচেতন করতে চাই” বললেন পুজো কমিটির সদস্য তুহিন দেশমুখ।

 

তিনি বলেন, “পূজা শুধুমাত্র মণ্ডপ সাজসজ্জাই নয়” এবং তিনি ঠিকও বটে। রাস্তায় চলমান যানবাহনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিলচরের ট্রাফিক একটি গুরুতর সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে, দুর্ঘটনার কারণে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। “এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে যখনই দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়, ছোট বা বড় রকমের, তখন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একজন অপরজনের উপর চিৎকার করতে থাকে, মারামারি করে যার ফলে অপেক্ষারত যানবাহনগুলোর দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা ফ্লেক্সের মাধ্যমে এই বার্তাগুলিই তুলে ধরার চেষ্টা করেছি” যোগ করেন দেশমুখ।

 

 

কমিটি তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছিল যার মধ্যে সড়ক নিরাপত্তা ও ট্র্যাফিক সচেতনতা বিষয়টি চূড়ান্ত করা হয়। “অন্যান্য বিষয়ও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ছিল মহিলাদের ক্ষমতায়ন এবং অন্যটি ছিল মেয়ে শিশুকে বড় করা, সদস্যরা সর্বসম্মতিক্রমে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয় এবং এভাবে আমরা কাজ শুরু করি” কমিটির সদস্য জানান।

 

 

একবার বিষয়টি চূড়ান্ত হয়ে গেলে সমস্যা দেখা দেয় এটি ইংরেজী না বাংলা ভাষায় করার। ঘন্টার পর ঘন্টা আলোচনা করা পর মধ্যশহর সাংস্কৃতিক সমিতি সিদ্ধান্ত নেয় বাংলা ভাষায় বার্তা ছাপানোর জন্যে। “দৈনিক যুগশঙ্খ”র সহকারী সম্পাদক মনোমোহন মিশ্র ও শ্বেতা চৌধুরী থিম লিখতে সহায়তা করেন।

 

 

বিখ্যাত লেখক ও মনোবিজ্ঞানী নেথানিয়েল ব্র্যান্ডেন একবার বলেছিলেন, “পরিবর্তনের প্রথম পদক্ষেপ সচেতনতা। দ্বিতীয় পদক্ষেপ গ্রহণযোগ্যতা।” মধ্যশহর পুজো কমিটি প্রথম পদক্ষেপ নিয়েছে, এখন এটা কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা নাগরিকদের উপর।

 

Here are some pictures from the pandal.

Comments are closed.