মহা শিবরাত্রি: ভুবন পাহাড়ে দুই পুন্যার্থীর মৃত্যু
এক জোড়া দুর্ভাগ্যজনক ঘটনায় মহা শিবরাত্রি উদযাপনের জন্য পবিত্র ভুবন পাহাড়ে ভ্রমণকারী দুই ভক্তের মৃত্যু হল। সকালে খবর ছড়িয়ে পড়ে যে, ধলাই এলাকার বাসিন্দা রনজিৎ পাল নামে একজন ভক্ত পাহাড়ে প্রাণ হারিয়েছেন।
সঙ্গী ভক্তদের মতে, শনিবার রাতে উপর দিকে উঠার সময় পাল হৃদরোগে আক্রান্ত হন এবং প্রাণ হারান। তবে পুলিশ মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
বিকেলে ভুবন পাহাড়ের চূড়ার কাছে আরেকটি মৃতদেহ পাওয়া যায়। লক্ষীপুর দেওয়ান টি এস্টেটের বাসিন্দা বুধিমান রি ১৭ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবারের সদস্যরা স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছিলেন যাতে উল্লেখ করা ছিল যে যুবকটি মহা শিবরাত্রি উদযাপন করতে ভুবন পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
আজ, মন্দিরের কাছে তার মৃতদেহ অন্যান্য ভক্তরা দেখতে পান। বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মৃতদেহ পাহাড় থেকে নামিয়ে আনার ব্যবস্থা চলছিল।
এখানে উল্লেখ্য যে, প্রতি বছর হাজার হাজার ভক্ত শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাতে ভুবন পাহাড়ের চূড়ায় উঠে থাকেন। ভক্তরা পবিত্র দিনে ভগবান শিবকে প্রসাদ হিসাবে বেল ও দিয়ে থাকেন।
Comments are closed.