Also read in

উচ্চমাধ্যমিকে কলা বিভাগে মেঘালয়সেরা করিমগঞ্জ জেলার পাথারকান্দির মহিমা

বরাক উপত্যকার প্রত্যন্ত পাথারকান্দি এলাকার মহিমা সিনহা মেঘালয় বোর্ড অফ স্কুল এডুকেশন পরিচালিত পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে প্রথম স্থান দখল করতে সক্ষম হলো।

List of toppers
List of toppers

মহিমার বাবার নাম মিহির সিনহা এবং মা ডলি সিনহা, বাড়ি পাথারকান্দি এলাকার মুণ্ডমালা গ্রামে। মহিমা শিলংয়ের সেন্ট এন্থনি’স হায়ার সেকেন্ডারি স্কুল থেকে পাশ করে। মহিমার বাবা ওই স্কুলেরই রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। তাই মা বাবার একমাত্র সন্তানের পড়াশোনা শিলংয়েই চলছে। সাফল্যের পিছনে মা-বাবা এবং শিক্ষকদের অবদানের কথা জানিয়েছে এই কৃতি পড়ুয়া। বড় হয়ে মহিমা আইএএস অফিসার হতে চায়।

মহিমা সর্বমোট ৫০০ নম্বরের মধ্যে ৪২৮  পেয়েছে অর্থাৎ শতাংশের হিসাব ৮৫.৬ । ২৪, ৮৬৪ জন পড়ুয়া এবার কলা বিভাগের এই পরীক্ষায় বসেছিল, এর মধ্যে ১৮,০৩৯ জন উত্তীর্ণ হয়েছে; পাশের হার ৭৪.৩৪ ।

এই সংবাদে মা, বাবা, শিলংয়ের স্কুলের শিক্ষক- শিক্ষিকা, সহপাঠী ছাড়াও পাথারকান্দি এলাকায় আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। মহিমাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালও।

Comments are closed.