শিলচর অম্বিকাপট্টি এলাকায় গৃহকর্তা-কর্ত্রীকে অচেতন করে সর্বস্ব লুটে পালালো পরিচারিকা
পরিচারিকা গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে অচেতন করে সর্বস্ব লুট করে পালিয়ে গেল অম্বিকাপট্টির মত শহরের ব্যস্ততম এলাকা থেকে। জানা যায়, পরিচারিকা স্বামী-স্ত্রী দুজনকেই নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়েছিল। শুক্রবার রাতে অম্বিকাপট্টি রাজীব গান্ধী ওপেন ইনস্টিটিউটের পাশে বসবাসকারী অরবিন্দ ভদ্রের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। অরবিন্দ ভদ্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত অফিসার। বর্তমানে অরবিন্দ ভদ্র এবং তার স্ত্রী হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন।
জানা যায়, বাড়িতে তাদের সঙ্গে শুধুমাত্র একটি কাজের লোক থাকতো। শনিবার সকালে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশিরা খোঁজ করতে বাড়িতে আসেন।প্রতিবেশিরা তখন দেখতে পান, জানালা দরজা খোলা এবং স্বামী-স্ত্রী দুজনই অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে আছেন। সঙ্গে সঙ্গে তারা ঘরে ঢুকে অরবিন্দ ভদ্র এবং তার স্ত্রীকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতলে তাদের অবস্থা গুরুতর বলে জানা যায়। এখনো তাদের জ্ঞান ফেরেনি।
এই অবস্থায় ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে এবং কারা ঘটিয়েছে তা সঠিক করে বলা যাচ্ছে না।তবে অনুমান করা হচ্ছে যে তাদেরকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে কাজটি পরিচারিকাই করেছে। পাড়া-প্রতিবেশিরাও পরিচারিকাই এই ঘটনাটি ঘটিয়েছে বলে অনুমান করছেন। পরিচারিকা সোনা, মূল্যবান সামগ্রী এবং নগদ অর্থ নিয়ে ইতিমধ্যে পালিয়ে গেছে।
ঘটনাটিকে কেন্দ্র করে অম্বিকাপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Comments are closed.