করিমগঞ্জে অসম প্রিমিয়ার ক্লাব কাপে চ্যাম্পিয়ান হলো মাইজডিহি স্পোর্টস ক্লাব। আজ প্রতিযোগিতার ফাইনালে তারা হারায় ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে। ৩ উইকেটে। এরফলে জেলা চ্যাম্পিয়ন হয়ে জোনালে খেলার ছাড়পত্র আদায় করল মাইজডিহি।
করিমগঞ্জ সরকারি বালক উচ্চতর স্কুলের খেলার মাঠে সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইউনাইটেডের অধিনায়ক অরিন্দম চক্রবর্তী। ৩১ ওভারে সবকটি উইকেট হারিয়ে বিপক্ষের সামনে ১১১ রানের টার্গেট খাড়া করতে সক্ষম হয় ইউনাইটেড। দলের হয়ে মামুনুর রশিদ চৌধুরী সর্বোচ্চ ৩৩ বলে ৪০ রান করেন। এছাড়া আমিনুর রশিদ চৌধুরী ১৮ ও শুভ্র দেব ১০ রান করেন। অতিরিক্ত থেকে ইউনাইটেডের খাতায় মূল্যবান ১৯ রান যোগ হয়। মাইজডিহির আব্দুস সালাম ৭ ওভারে ৪৫ রান দিয়ে ৩ উইকেট দখল করেন। এছাড়া অমিতাভ দাস ও নেপাল দাস উভয়ে ২ টি করে উইকেট নেন। নওয়াজ শরিফ পান ১ টি।
জবাবে ২৬.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় মাইজডিহি। ৭ উইকেটের বিনিময়ে। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন কৃষ্ণেন্দু দাস। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে অতিরিক্ত থেকে। এছাড়াও ভালো রান করেন বিজয় দেব ১৭, সৌরভ দে ১৫, জুবের আহমদ ১৪ ও সৈয়দ রেজাউল আলম ১০। ইউনাইটেডের শুভ্র দেব ৭ ওভারে একটি মেডেন দিয়ে ১৯ রানে ৩ উইকেট দখল করেন। জন্মজয় দাস পান ২ টি। চৌধুরী মুর্তজা আলম ও অরিন্দম চক্রবর্তী উভয়ে পান একটি করে উইকেট।
ম্যাচ সেরা খেলোয়াড় আব্দুস সালামের হাতে পুরস্কার তুলে দেন ক্রিকেট বিভাগের সহকারী সচিব পার্থ দাস। চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি তুলে দেন ফাইনাল খেলার সম্মানিত অতিথি জেলার প্রাক্তন ক্রিকেটার সুজিত পুরকায়স্থ। রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাইজডিহির অধিনায়ক অরিন্দম চক্রবর্তী। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সচিব সুদীপ চক্রবর্তী।
১৫ টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হন উদয় শঙ্কর দাস। টুর্নামেন্ট সেরা বোলারের পুরস্কার উদয়ের হাতে তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সচিব সন্দীপ সেন। টুর্নামেন্টের টপ স্কোরার মামুনুর রশিদ চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সচিব দীপঙ্কর আদিত্য।
Comments are closed.