গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ফাটক বাজারের কমপক্ষে সাতটি দোকান: দমকলের বিলম্ব, অভিযোগ এলাকাবাসীর
এক ভয়ংকর অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেলো ফাটক বাজার নিউমার্কেট এলাকার কমপক্ষে সাতটি দোকান। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ নিউমার্কেটের দাস বরফ ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় আগুনটি লাগে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এলাকায় বেশ কয়েকটি কাঠের দোকান সহ অন্যান্য দোকান খুব তাড়াতাড়ি আগুনের কবলে চলে আসে। এলাকার মানুষদের তৎপরতায় আগুন আশেপাশের এলাকায় ছড়াতে না পারলেও কয়েকটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার ব্রিগেডের তরফে চারটি ফায়ার সার্ভিস গাড়ি পাঠিয়ে আগুন নেভানো হলেও তাঁরা দেরিতে এসেছিলেন বলে অভিযোগ করেন এলাকাবাসীরা।তারা বলেন, “ফায়ার ব্রিগেডের গাড়ি আরেকটু আগে এসে পৌঁছলে বেশ কিছু ক্ষয়ক্ষতি আটকানো যেতো।”
শহরের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কমলেশ সিং জানান, “আগুন লাগার কারণ এখনও জানা যায়নি তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে। এলাকাটিতে দোকানের সংখ্যা বেশী হওয়াতে ক্ষয়ক্ষতি বেশী হতে পারে তবে হতাহতের এখনো কোনও খবর নেই।
Comments are closed.