হাইলাকান্দি ষ্টেট ব্যাঙ্কে আগুন, তবে গ্রাহকদের আতংকিত হওয়ার কিছু নেই
আজ সকাল প্রায় দশটার সময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাইলাকান্দি শাখায় এক বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হয় যার ফলে ভবনের নীচের তলা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে দমকল বিভাগের অনুমান। দমকলের অনেক গুলো ইঞ্জিনের জোরদার প্রয়াসে উপরের তলায় ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রনে আসে। নীচের তলায় থাকা প্রায় দশটি কম্পিউটার টার্মিনাল সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে যায়। প্রাপ্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ভল্ট সুরক্ষিত আছে এবং নগদ টাকা পয়সায় আগুনের আঁচ লাগেনি।
ব্যাঙ্কের ভিতরে উচ্চমানের অগ্নি নির্বাপণ ব্যেবস্থা স্থাপন করা আছে কিন্তু আজ রোববার তাই ব্যাংক বন্ধ ছিল যার জন্য এই ব্যেবস্থা কার্যকরী করা যায়নি এবং সেইজন্যই আগুন এমন ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। ব্যাঙ্কের একজন আধিকারিক আমাদেরকে জানান যে কোন শাখায় যদি এই ধরনের পরিস্থিতির উদ্ভব হয় তবে গ্রাহকদের নিকটবর্তী শাখা থেকে পরিসেবা দেবার মতো ব্যেবস্থা ব্যাঙ্ক সব সময়ই করে রাখে। তাই হাইলাকান্দি শাখার দ্বিতলে অবস্থিত টার্মিনালগুলি ও যদি কাজ না করে তবে জরুরী সেবা গ্রাহকরা নিকটবর্তী শাখা থেকে পেয়ে যাবেন।
তিনি নিশ্চিত করেছেন যে গ্রাহকদের অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপদ যেহেতু লেনদেনের সবগুলো তথ্যই কেন্দ্রীয় সার্ভারে সঞ্চিত থাকে । তাই গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কারন নেই ।
তাই আশা করা যাচ্ছে যে পরস্থিতি খুব শীগগিরই স্বাভাবিক হবে।
Comments are closed.