Also read in

ধ্বস পতন: পাহাড় লাইনে আবার বন্ধ হল রেল চলাচল

লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে ধ্বস নামলো পাহাড় লাইনে , ফলে সোমবার রাতে আবার রেল চলাচল বন্ধ হয়ে গেল শিলচর- লামডিং সেকশনে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুসা এবং মাইবঙের মধ্যে ধ্বস নামার ফলে অনির্দিষ্টকালের জন্য সকল ট্রেন চলাচল বাতিল ঘোষণা করা হয়েছে। যার ফলে অনেকগুলো ট্রেনকে নিকটবর্তী বড় স্টেশনে থামিয়ে দেওয়া হয়েছে। ভৈরবী, মিজোরাম থেকে ঝাড়খণ্ডের হাতিয়া যাওয়ার ট্রেন এবং আগরতলা থেকে দিল্লি যাওয়ার ট্রেন, এই শ্রমিক স্পেশাল দুটোকে বদরপুরে থামানো হয়েছে।

“রেল সেবা পুনরায় চালু করতে আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনের কর্মীরা এই ঝড় জলের মধ্যে সারারাত কাজ চালিয়ে গেছেন । বিভিন্ন স্থানে আটকে পড়া যাত্রীদের রাতের এবং সকালের খাবারের ব্যবস্থা করা হয়েছে”, বরাক বুলেটিনকে জানালেন একজন রেলওয়ে আধিকারিক। ঐ সূত্রে আরো জানা যায়, ৪৬৫ জন যাত্রী, যারা বদরপুর থেকে ট্রেনে ওঠার কথা ছিল, তাদেরকে স্থানীয় প্রশাসনের সহায়তায় বরাক উপত্যকার বিভিন্ন স্থানে তাদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

রেল চলাচল পুনরায় শুরু হওয়া প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের সিপিআরও শুভানন চন্দ মন্তব্য করেছেন, “এটা একটা বড় ধরনের ল্যান্ড স্লিপ, তাই রেল চলাচল শুরু হতে দুই থেকে তিন দিন লেগে যেতে পারে । আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।”

কলাশিব প্রশাসনের সাথে আলাপ আলোচনা শেষে শ্রমিক স্পেশাল ট্রেনকে ভৈরবীতে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোর আগে যাত্রীদেরকে হালকা খাবার এবং জল দেওয়া হয়েছে।

এখানে উল্লেখ্য যে, বিভিন্ন স্থানে ধ্বসপতনের ফলে গত বুধবার ও রেল পরিষেবা ব্যাহত হয়েছিল। রেলওয়ে কর্মীদের নিরলস প্রয়াস ২৭ জুন রাত ১১ টা ৩০ মিনিটে পুনরায় রেল চলাচল শুরু করা হয়েছিল।

Comments are closed.

error: Content is protected !!