অসমে আবার মমতার প্রতিনিধি দল, এবার ধলা নরসংহার পর্যবেক্ষণে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেসের চারদলীয় এক প্রতিনিধিদল আজ ধলায় এসে উপস্থিত হলেন। তিনসুকিয়ার ধলার খেরবাড়ি অঞ্চলে গত বৃহস্পতিবার নৃশংস ভাবে নিহত হওয়া পাঁচ বাঙালি শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, ধনঞ্জয় নমঃশূদ্র এবং সুবল দাসের পরিবারের সদস্যদের সাথে তারা দেখা করবেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা দলনেত্রীকে অবহিত করবেন। মমতার এই চার দূতেরা হলেন সাংসদ ডেরেক ও ব্রায়েন, মহুয়া মৈত্র, মমতা বালা ঠাকুর এবং নাজিমুল হক।
আজ সকালে বিমানযোগে কলকাতা থেকে ডিব্রুগড় এসে তারা ধলার উদ্দেশ্যে রওনা হন।
ডিব্রুগড় বিমানবন্দরে দলনেতা ডেরেক ও ব্রায়েন সংবাদ প্রতিনিধিদেরকে জানান,’এটা একটা মানবিক সফর; নিহতের পরিবারের প্রতি একাত্মতা জানানোর জন্যই এই সফর’।
এখানে উল্লেখ্য, এর আগেও এনআরসি প্রসঙ্গে তৃণমূলের এক প্রতিনিধিদল আসামে এসেছিল। তবে তাদেরকে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে সারারাত আটক থাকার পর, পরদিনই কলকাতা এবং দিল্লি ফিরে যেতে হয়েছিল। ওই প্রতিনিধিদলেও মহুয়া মৈত্র অন্যতম সদস্য ছিলেন। তবে এবার রাজ্য সরকার এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাদেরকে ইচ্ছা অনুযায়ী সবার সাথে মেলার ব্যাপারে কোনো বাধা দান করেনি।
জানা গেছে, প্রতিনিধি দল নিহত পাঁচ ব্যাক্তির পরিবারকে এক লক্ষ টাকা করে সাহায্য প্রদান করেন।
Comments are closed.