Also read in

ট্রাংক রোডে দিনের আলোয় আটক গাঞ্জা সহ এক ব্যক্তি

ট্রাংক রোডে দিনের আলোয় আটক গাঞ্জা সহ এক ব্যক্তি

রবিবার দুপুরে যখন জেলা ক্রীড়া সংস্থার মাঠে মিডিয়া ক্রিকেটের ফাইনাল চলছে, তার পাশেই ট্রাংক রোডে প্রায় দুই কিলো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ। যদিও আটক করা গাঁজার পরিমাণ খুব একটা বেশি নয়, তবে এতে প্রমাণ হচ্ছে পুলিশ ধীরে ধীরে অপরাধমূলক কাজের উপর থাবা বসাতে সমর্থ হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত শহরে যখন-তখন ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। টাকাপয়সা থেকে শুরু করে মোবাইল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী জনসমক্ষে ছিনতাই করছিল দুষ্কৃতিরা। তবে সম্প্রতি এক ব্যক্তিকে আটক করায় ছিনতাইকারী দল গা-ঢাকা দিয়েছে। তিনমাস আগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে বের করতে সমর্থ হয়েছে পুলিশ। এতে অবশ্যই অপরাধীদের মনে কিছুটা ভয় থাকবে বলে মনে করছেন শহরবাসী।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ ট্রাংক রোডে দিলীপ দাস নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার সঙ্গে প্রায় দুই কিলো গাঁজা ছিল, যার বাজারমূল্য প্রায় পাঁচ হাজার টাকা।

আটক হওয়া ব্যক্তি জানিয়েছে, সে ইটখোলা ঈদগাবস্তি সংলগ্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করেছিল, যেটা বিক্রির জন্য হাইলাকান্দি নিয়ে যাচ্ছিল। ঈদগাবস্তি এলাকায় এক মনিপুরি মহিলা তাকে গাঁজাটি পাচার করেছেন।

ভারতবর্ষে গাঞ্জা বিক্রি এবং সেবন দুটোই নিষিদ্ধ। তবে শিলচর শহর সহ মফস্বল এলাকায় অনেকেই সেটা লুকিয়ে বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। এর সঙ্গে জড়িত থাকতে পারে অন্যান্য অপরাধমূলক কার্যকলাপও, ফলে এগুলো আটক করার জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছে পুলিশ বিভাগ।

সম্প্রতি ছিনতাইবাজদের তল্লাশি করতে গিয়ে পুলিশের কাছে আরেক সমস্যা ধরা পড়েছে। শিলচর শহরে হাজার হাজার বাড়িতে ভাড়া দেওয়া হয় তবে তার কোনও প্রয়োজনীয় নথিপত্র বানানো হয় না। এই সুযোগ নিয়ে দুষ্কৃতিরা ঘর ভাড়া নেয় এবং তাদের কার্যকলাপ চালিয়ে যায়। পুলিশের আধিকারিকরা ভাবছেন আগামীতে শহরের প্রত্যেক বাড়ির মালিককে প্রয়োজনীয় নথি পুলিশের কাছে জমা দিতে বলবেন। তার জন্য এক মাস সময় দেওয়া হবে। এই কথার উপেক্ষা করলে কড়া মনোভাব গ্রহণ করবে পুলিশ বিভাগ।

Comments are closed.