উধারবন্দের গ্রামে আত্মহত্যা এক যুবকের
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩০ বর্ষীয় এক যুবক উধারবন্দের ডুমুর ঘাট গ্রামে আত্মহত্যা করল গতকাল রোববার রাতে ।
মৃত কাবুল হোসেন লস্করের পিতার নাম ফজল মিয়া লস্কর। আজ সকালে মৃতের পিতা ফজল মিয়া উধারবন্দ পুলিশ ফাঁড়িতে এই মর্মে এক প্রাথমিক এজাহার দাখিল করেছেন।
ওই এজাহার অনুযায়ী ফজল জানাচ্ছেন যে, কাবুল গতকাল রাতে খাওয়া দাওয়া সেরে যথারীতি ঘুমোতে যায়। কিন্তু আজ সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যদের সন্দেহ হয় । দরজায় ধাক্কা দিয়ে কোন সাড়া না পেয়ে বাঁশের বেড়ার ফাঁক দিয়ে তারা দেখতে পান কাবুল সিলিং এর সাথে একটি লুঙ্গি দিয়ে ঘাড়ে গলায় ফাঁস লাগিয়ে জ্বলছে। ঘটনাটি সাথে সাথেই পুলিশকে জানানো হয়।
অকুস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। আত্মহত্যার কারণ সম্বন্ধে বিস্তারিত কিছু জানা যায়নি।
Comments are closed.