কূয়া পরিষ্কার করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু কাটিগড়ায়, ক্ষতিপূরণ দাবি
কাঠিগড়ায় এক মর্মান্তিক ঘটনার শিকার হলেন এক দিনমজুর। বালিরবন্দ মসজিদের কূয়া পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারাতে হল খয়রুল ইসলাম নামের এক শ্রমিককে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কাটিগড়া বালিরবন্দ গ্রামের তৃতীয় খণ্ডে। ৪৫ বছর বয়সী খয়রুল ইসলাম বালিরবন্দ গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘটনায় প্রকাশ, খয়রুল ইসলাম মঙ্গলবার বেলা ১১ টার সময় বালিরবন্দ মসজিদে কূয়া পরিষ্কার করতে শুরু করেন। কিন্তু কাজ শুরুর অল্পক্ষণের মধ্যেই তিনি কূয়ার ভেতরে পড়ে যান এবং ভেতর থেকে চিৎকার করতে শুরু করেন। সঙ্গে সঙ্গে গ্রামের স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন এবং তাকে কূয়া থেকে তোলার জন্য সব ধরনের চেষ্টা করেন। কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে কাটিগড়া সার্কেল অফিসের সঙ্গে যোগাযোগ করেন। সার্কেল অফিসের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে এসডিআরএফ বাহিনীকে খবর পাঠানো হয়। সেইসঙ্গে কাটিগড়া ফায়ার ব্রিগেডেও খবর যায়। এসডিআরএফ থেকে সুমন দেব এবং ফায়ার ব্রিগেডের নুরুল ইসলাম, রঞ্জন কুমার দাস প্রমূখ ছুটে আসেন ঘটনাস্থলে। এরপর মসজিদের কুয়া থেকে তারা খয়রুল ইসলামের মৃতদেহ উদ্ধার করেন।
এখানে উল্লেখ করা যেতে পারে, কুয়ার গভীরতা হচ্ছে প্রায় ৫০ ফুট। বিষাক্ত গ্যাসের জন্য খয়রুলের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। খয়রুল একজন দিনমজুর ছিলেন। মৃত্যু কালে তিনি তার স্ত্রী এবং পুত্র-কন্যাকে রেখে গেছেন। কাটিগড়া পুলিশ খয়রুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে প্রেরণ করেছে।এদিকে গ্রামবাসীরা খয়রুলের পরিবারকে সাহায্য করার জন্য সরকারের কাছে আবেদন রেখেছেন।
অন্যদিকে খয়রুলের ভাই নজরুল ইসলাম কাটিগড়া পুলিশ থানায় গ্রামের চার জনের বিরুদ্ধে এক লিখিত অভিযোগ করেছেন। তিনি এই ঘটনাটির সরেজমিনে তদন্তের জন্য আবেদন জানিয়েছেন।
Comments are closed.