বরাকে তলিয়ে গেল সুসেন দাস, তল্লাশি জারি
আজ দুপুরে স্নান করতে গিয়ে শহরের কালিবাড়ি চর এলাকায় বরাক নদীতে তলিয়ে গেল এক যুবক।
ঘটনাটি দুপুর একটা নাগাদ ঘটেছে বলে জানা যায়। সুসেন দাস নামক ৩৮ বর্ষীয় এক যুবক তার ভাইপোকে সঙ্গে নিয়ে নদীতে স্নান করতে নামে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নদীর স্রোতে সে তলিয়ে যায়।
এই ঘটনার কথা চারদিকে ছড়িয়ে পড়তেই পুলিশ এবং এসডিআরএফ বাহিনীকে খবর দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি চালিয়েও তার হদিস বের করতে পারেনি এসডিআরএফ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, হরিচরণ দাসের পুত্র সুসেন নিউমার্কেটে খুচরো মাছের ব্যবসা করেন। তার স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে । নদীর জলে তলিয়ে যাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments are closed.