
দিন দুপুরে তরোয়াল হাতে তারাপুর ইউনাইটেড ব্যাঙ্কে ঢুকে টাকা দাবি করে ভাঙচুর যুবকের, ডাকাত সন্দেহে ত্রাস !
আজ সকাল দশটা নাগাদ ইউনাইটেড ব্যাঙ্কের তারাপুর শাখায় বেজে উঠল সতর্কতামূলক সাইরেন। তারাপুরের প্রধান সড়ক সংলগ্ন থাকায় সাথে সাথেই চাঞ্চল্যকর ঘটনাটি ছড়িয়ে পড়ল শহর জুড়ে। ছুটে এল রাইডিং স্কোয়াড, তারপর পুরো এক পুলিশ বাহিনী।
প্রাপ্ত তথ্যমতে, শিলচর মালিনী বিল অঞ্চলের বাসিন্দা দয়াময় দাস নামে এক যুবক সাধারণ গ্রাহকের মতোই সকালে ব্যাঙ্কের ভিতরে হাজির হয় এবং পাসবুক আপডেট করে দিতে বলে। তারপর হঠাৎ ব্যাগের ভেতর থেকে এক ধারালো অস্ত্র বের করে কাউন্টার থাকা ক্যাশিয়ারের কাছে টাকা দাবি করে বসে। ব্যাঙ্ক কর্মচারীরা সাথে সাথেই সতর্কতামূলক অ্যালার্ম বাজিয়ে দেন।
ইতিমধ্যে ব্যাঙ্কের বাইরে থাকা পথ চলতি জনগণ এবং আশেপাশের দোকানের লোকেরা বুঝতে পারেন ব্যাঙ্কের ভেতরে মারাত্মক কিছু একটা ঘটে চলেছে। তারা সাথে সাথে ব্যাঙ্কের মূল প্রবেশদ্বারের শাটার বন্ধ করে দেন।
দয়াময় দাস তখন ভেতরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। কাউন্টারে থাকা কম্পিউটার সহ অন্যান্য জিনিস ভাঙচুর করে চলেছে। ভেতরে উপস্থিত গ্রাহক এবং কর্মীরা তখন প্রমাদ গুনছেন। কিছুক্ষণের মধ্যেই আসাম পুলিশের রাইডার স্কোয়াড ব্যাংকের ভেতরে ঢোকে ওকে গ্রেফতার করে নিয়ে আসে। শিলচর সদর থানা থেকে প্রাপ্ত তথ্য মতে, ব্যাঙ্কের গ্রাহক বা কর্মচারী কেউই এ ঘটনায় হতাহত হননি; যদিও দয়াময় পুলিশকেও আক্রমণ করার চেষ্টা করেছিল। এই ঘটনায় সমস্ত শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Comments are closed.