Also read in

মর্মান্তিক ঘটনা হাইলাকান্দিতে, শিশু পুত্র-কন্যাকে কুপিয়ে হত্যা করে আত্মঘাতী পিতা

এক মর্মান্তিক এবং হৃদয়বিদারক ঘটনা আজ ঘটলো হাইলাকান্দিতে। পিতা তার দুই পুত্র-কন্যাকে হত্যা করে নিজেও আত্মঘাতী হলো।

আলম উদ্দিন নামের এক ই-রিকশা (টুকটুকি) চালক আজ তিন বৎসরের শিশু পুত্র হাবিজুর রহমান এবং সাড়ে চার বছরের শিশুকন্যা হাবিজা বেগম লস্করকে স্বহস্তে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। তারপর নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি সংঘটিত হয় আজ দুপুর নাগাদ হাইলাকান্দি মহকুমার ভিছিংসা প্রথম খন্ডে । ঘটনার সময়ে আলম উদ্দিনের স্ত্রী বাড়িতে ছিল না, সে তার বাবার বাড়িতে ছিল।

ঘটনার বিবরণে জানা যায়, সাংসারিক অশান্তির কারণে পাঁচ দিন আগে আলম উদ্দিনের স্ত্রী দুই শিশুসন্তানকে নিয়ে কাঞ্চনপুর গ্রামে তার বাবার বাড়িতে চলে যায়। গতকাল আলম উদ্দিন তার দুই শিশু সন্তানকে ঘরে নিয়ে আসে। আজ দুপুরে হঠাৎ করে কি হল তা জানা যায়নি, তবে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে আলম উদ্দিন মানসিকভাবে খুবই উত্তেজিত ছিল বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ অকুস্থলে হাজির হয়, আসে আলম উদ্দিনের স্ত্রীও। মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে বলে জানা গেছে। এই নৃশংস ঘটনায় সমস্ত গ্রামে আলোড়ন সৃষ্টি হয়েছে।

Comments are closed.