ট্রেনের চাকার নিচে চাপা পড়ে খন্ড বিখন্ড যুবকের দেহ
শনিবার করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার কানাইবাজারে একটি ট্রেনের চাকার নিচে চাপা পড়ে ২৮ বছর বয়সী এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম আবু বক্কর। তিনি পার্শ্ববর্তী গ্রাম কার্তিক টিলার বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে বলে জানা যায়।
সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায়, শিলচর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত কানাই বাজারে স্থানীয় বাসিন্দারা শনিবার সকাল ৫ টা নাগাদ মৃতদেহটি দেখতে পান। রেল লাইনের পাশে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিল আবুর মৃতদেহ। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন আবুর মৃতদেহটি চিহ্নিত করেন।
জানা যায়, বারইগ্রাম ও বদরপুরের রেল সুরক্ষা বাহিনী কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান এবং তারা মৃতদেহের অংশগুলো উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। এরপর মৃতের শরীর পরিবারের হাতে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা ধারণা করছেন যে আবু সম্ভবত সকালের যাতায়াত করা মালবাহী ট্রেনের নিচে পড়ে যান। ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
Comments are closed.