এবার চন্ডিপুর চা বাগান - ম্যানেজারের উপর শ্রমিকদের হামলা
লাবক বাগানের সহকারী ম্যানেজারকে হত্যার ঘটনার পর রেশ কাটতে না কাটতেই এবার চন্ডিপুর চা বাগানের ম্যানেজার এর উপর হামলা করলো শ্রমিকরা। এটা বাগান শ্রমিকদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে জানা গেছে।আলগাপুর এলাকায় চন্ডিপুর বাগান কার্যালয়ে এই হামলা ও মারপিটের ঘটনা ঘটে রবিবার সকালে। শ্রমিকদের মারে ম্যানেজার জওহর চৌধুরীর মাথা ফেটে রক্ত ক্ষরণ ঘটে, পরে বাগান হাসপাতালের ডাক্তাররা এসে তার চিকিৎসা করেন।
প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, চন্ডিপুর বাগানে ম্যানেজারের উপর বিক্ষুব্ধ শ্রমিকদের হামলার কারণ হলো, ম্যানেজার চৌধুরী অনেকদিন থেকে বাগান এলাকায় দফায় দফায় জমি বিক্রি করছেন। তাছাড়া জমিগুলো বিশেষ এক সম্প্রদায়ের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। এটা জানতে পেরে বাগানবাসী শ্রমিকরা চরম উত্তেজিত হয়ে উঠেন। রবিবার বাগান শ্রমিকরা ম্যানেজার জওহর চৌধুরী’র কার্যালয় ঘেরাও করে তার কাছে এই ঘটনার সদুত্তর জানতে চান। ম্যানেজা চৌধুরী এতে ক্ষিপ্ত হয়ে উঠলে কথা কাটাকাটি,বিতর্ক এবং শেষে হাতাহাতি শুরু হয়। বাগান শ্রমিকরা মুহূর্তের মধ্যেই সম্মিলিতভাবে ম্যানেজারের উপর হামলা চালাতে শুরু করে। ভাঙচুর এবং ইটপাটকেল ছোড়া ছুড়ি ও চলতে থাকে।
পরিস্থিতি বেসামাল হওয়ায় হাইলাকান্দি থেকে সিআরপিএফ বাহিনী নিয়ে ছুটে আসেন ডিএসপি নয়নমনি বর্মন , আলগাপুর থানার ওসি এবং বিশাল পুলিশবাহিনী। সিআরপিএফ ঘটনাস্থলে পৌঁছার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে ওঠে তবে বাগান শ্রমিকরা চা বাগান চত্বরে জমি বিক্রির প্রতিবাদে অনেকক্ষণ বিক্ষোভ দেখান। তীব্র উত্তেজনার মধ্যে চা বাগানের মালিক রাহুল তুসনিয়াল এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ সমাপ্ত করে স্থান ত্যাগ করেন।
Comments are closed.