Also read in

মধুরামুখে  মানোরম টাওয়ার

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল  মে মাসে রংপুর মধুরামুখ পয়েন্টে মানোরাম টাওয়ার ক্লক স্মারক উন্মোচন করেন। এটি ডিসি অফিসের দেড়শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নির্মিত   । তিনি  গত  বর্ষাকালে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারকে চেক ও প্রদান করেন।

কাছাড়ের  জেলা প্রশাসক এস বিশ্বনাথন গণমাধ্যমে উদ্ধৃতি দিয়ে বলেন, “আজ কাছাড় জেলার ইতিহাসে  একটি গর্বিত মুহূর্ত। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সক্রিয়। কাছাড় জেলার জনগণ ও  প্রশাসনের প্রতি সবসময় সমর্থন প্রদান করে চলেছেন। ”

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের  মধ্যে ছিলেন  সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, বড়খলার বিধায়ক কিশোর নাথ, সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর, বরাক  উপত্যকায় তৎকালীন তিন জেলার কর্মকর্তারা এবং অন্য কয়েকজন।

 

Comments are closed.