Also read in

'অসম গৌরব' পুরস্কারের জন্য মনোনীত কাছাড় জেলার লক্ষীপুরের মানথাং মার

বুধবার রাজ্য মন্ত্রিসভা অসম পুরস্কারের জন্য ২১ জনের নাম মনোনীত করেছে, তার মধ্যে বরাক উপত্যকা থেকে একমাত্র রয়েছেন মানথাং মার। তাকে অসম গৌরব পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এই পুরস্কার প্রথা গত বছর থেকে চালু হলেও বরাক উপত্যকা থেকে এই প্রথম কাউকে এমন সম্মানে ভূষিত করা হলো।

মানথাং মার লক্ষ্মীপুরের কলম পুঞ্জি গ্রামের বাসিন্দা; আনারস উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। তিনি মার এগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানি লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টর পদে আসীন রয়েছেন। তিনি ফিগ, ক্লাস্টার তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০২১-২২ সালে মিজোরাম, মণিপুর ও ত্রিপুরায় ২০,৬২৫ মেট্রিক টন আনারস বিক্রির ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল। পাশাপাশি তাঁর সক্রিয়তায় রাজ্যে  উপযুক্ত মূল্যে বিক্রি হয়েছে ১৬,৮৭৫ মেট্রিক টন আনারস, আনারস উৎপাদনকারীরা লাভবান হয়েছেন তাতে। মানথাং মার ২০১৯-২০ এবং ২১-২২ এই অর্থবছরে রাজ্যের কৃষি উদ্যান এবং খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের অধীনে এপিইডিএ-র মাধ্যমে আনারস রফতানি প্রক্রিয়ায় উল্লেখযোগ্য ভূমিকায় ছিলেন।

 

তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করায় লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই তাকে অভিনন্দন জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।

এদিকে, অসম গৌরব পুরস্কারে ভূষিত মানথাং মার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, তিনি একজন সাধারণ উদ্যমী ব্যক্তি, আনারস উৎপাদন করে বাইরে পাঠানোর কাজে দীর্ঘদিন থেকে জড়িত রয়েছেন। তাঁকে খুঁজে বের করে পুরস্কারে সম্মানিত করায় তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই’র প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, বুধবার ঘোষিত এ বছরের অসম বৈভব অসম সৌরভ এবং অসম গৌরবের জন্য সর্বমোট ২১ জনকে মনোনীত করা হয়েছে। এর মধ্যে আসাম বৈভব পুরস্কার পাচ্ছেন কর্কট রোগ বিশেষজ্ঞ ডাঃ তপন শইকিয়া।

Comments are closed.

error: Content is protected !!