স্বাস্থ্যবিভাগের নোডাল অফিসার, পেট্রলপাম্পকর্মী সহ রবিবার কাছাড় জেলায় ৫৩ ব্যক্তি পজিটিভ
স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, কাছাড় জেলায় রবিবার মোট ৫৩ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন স্বাস্থ্য বিভাগের নোডাল অফিসার, পেট্রোল পাম্প কর্মী, মারুতি নেক্সা শোরুমের স্টাফ, অন্য রোগীর সংস্পর্শে আসা ব্যক্তি, সেনা জওয়ান সহ অনেকেই। রবিবার রাত এগারোটা পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী কাছাড় জেলায় মোট ৫৩ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। শনিবার এই সংখ্যা ছিল ২৭। তবে এর আগের এক সপ্তাহ প্রায় প্রতিদিন শতাধিক লোক পজিটিভ হয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা এখন ১২০১ জন।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সহ আরও বেশ কয়েকটি জায়গায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা চলছে। রবিবার চারজন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন, এরা প্রত্যেকেই রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করিয়েছিলেন। পুলিশ সুপার জানিয়েছেন এখন পর্যন্ত মোট ১৪ জন পুলিশকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এছাড়া, এদিন রংপুরের ফরেনার্স ট্রাইবুনাল বিল্ডিংয়ে থাকা কোভিড চিকিৎসা কেন্দ্রের এক নোডাল অফিসার এবং আরেক কর্মী পজিটিভ হয়েছেন।
আগের থেকে ট্রাভেল হিস্ট্রি থাকা আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন অনেকটাই কম। যেহেতু জেলায় রেপিড এন্টিজেন টেস্ট প্রক্রিয়া শুরু হয়েছে, এতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। যারা আক্রান্ত হচ্ছেন তাদের সংস্পর্শে আসা অনেকেই পরবর্তীতে পজিটিভ হচ্ছেন। এছাড়া টার্গেটের সার্ভিলেন্স প্রোগ্রামের মাধ্যমে অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের খুঁজে বের করা হচ্ছে।
মারুতি নেক্সা শোরুমের স্টাফ আনোয়ার হোসেন লস্কর, রাজদীপ দাস এবং দেবরূপ পাল এদিন আক্রান্ত হয়েছেন। কন্টাক্ট ট্রেসিং-এর মাধ্যমে আসাম রাইফেলসের ইন্দ্রজিৎ রায়, নাতুস বিশ্বাস, সেন্ট্রাল রোডের দেবাঞ্জনা সাহা, জানিগঞ্জের প্রসেনজিৎ শুক্লবৈদ্য, পয়লাপুলের খামনু বিবি, হাইলাকান্দি রোডের সৈকত ধর, ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের সাধনা পাল।
টার্গেটেড সার্ভিলেন্স প্রোগ্রামের অধীনে এদিন সনাক্ত হন শালচাপরা পেট্রোল পাম্পের কর্মী রাকেশ সিনহা এবং সুনিল সিনহা।
ইনফ্লুয়েঞ্জা জাতীয় লক্ষণ থাকায় টেস্ট করিয়ে তারাপুর স্টেশন রোডের দেবারতি কর পজিটিভ হয়েছেন।
এদিন কয়েকজন ট্রেভেল হিস্ট্রি থাকা ব্যক্তিও পজিটিভ হয়েছেন। এরা হলেন ব্যাঙ্গালোর থেকে ফেরা গনির গ্রামের নজমুল হসেন বড়ভূঁইয়া , ধলাইয়ের ভুতানখাল এলাকার আব্দুল জাবের, গুয়াহাটি থেকে ফেরা বাশকান্দির জাফর আজিজ এবং সাজেদা চৌধুরী ।
Comments are closed.