Also read in

৫০০ দিব্যাঙ্গ ব্যক্তিকে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করাতে চলেছে মাড়োয়ারি যুব মঞ্চ

দিব্যাঙ্গ ব্যক্তিদের সহায়তায় একটি বড়সড় পদক্ষেপ নিয়েছে মাড়োয়ারি যুব মঞ্চের শিলচর শাখা। আগামীকাল থেকে শিলংপট্টির রাষ্ট্রভাষা বিদ্যাপীঠ প্রাঙ্গণে তিন দিনব্যাপী কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবির আয়োজন করা হচ্ছে। ৫০০ জন দিব্যাঙ্গ ব্যক্তির কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন হবে এবং পুরো প্রক্রিয়া হবে বিনামূল্যে। যেকোনও দিব্যাঙ্গ ব্যক্তি এতে অংশ নিতে পারেন, তারা আগে থেকে রেজিস্ট্রেশন করাতে পারেন অথবা অনুষ্ঠানে এসেও নিজের নাম লেখালে অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়ার সুবিধা নিতে পারবেন।

মাড়োয়ারি যুব মঞ্চের তরফে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন ক্যাম্প আয়োজনে রয়েছেন সঞ্জয় নাহাটা, ভকত দুগ্গর, প্রমোদ শর্মা, নিশান্ত জৈন ও ললিত বোথরা সহ অন্যান্যরা। তারা জানিয়েছেন, ইতিমধ্যে প্রায় ১৩০ জন ব্যক্তি যোগাযোগ করেছেন এবং তাদের নাম নথিভুক্ত করা হয়েছে। আরো অনেকেই যোগাযোগ করছেন এবং আয়োজকদের পক্ষ থেকে এমন ব্যক্তিকে খোঁজার কাজও চলছে যাদের অঙ্গ প্রতিস্থাপন প্রয়োজন। এতে সহযোগিতা করছেন নেশনাল হেলথ মিশনের আধিকারিকরা। তবে লক্ষ্য হচ্ছে ৫০০ জন দিব্যাঙ্গ ব্যক্তিকে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করানো। পাটনা এবং জয়পুর থেকে চারজন বিশিষ্ট চিকিৎসক এতে অংশ নেবেন, সঙ্গে সহযোগিতা করবেন স্থানীয় বিশেষজ্ঞরা।

তারা বলেন, ‘বরাক উপত্যকায় অনেক দিব্যাঙ্গ ব্যক্তি রয়েছেন যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের, ফলে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করতে সমর্থ নন। আজকের যুগে দাঁড়িয়ে যেখানে কৃত্রিম অঙ্গের সহযোগিতায় আন্তর্জাতিক স্তরের খেলায় পর্যন্ত লোকে অংশ নিতে পারছেন, সেখানে কিছু মানুষ আর্থিক দুর্বলতার জন্য সাধারণ জীবনযাপন করতে পারবেন না, এটা হয়না। আমরা অতীতেও এই কাজটি করেছি, তবে এবার আরও বড়ো আকারে উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ গত তিন বছর বিভিন্ন অসুবিধায় ক্যাম্পটি আয়োজন করানো সম্ভব হয়নি। ন্যাশনাল মাড়োয়ারি ফাউন্ডেশন সহ অনেকেই আমাদের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।’

কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবির আগামীকাল সকাল থেকেই শুরু হবে। এর কোনো আনুষ্ঠানিক উন্মোচন রাখা হয়নি। যেহেতু কোড অফ কন্ডাক্ট রয়েছে রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ করা যাবে না। তবে জেলাশাসক, পুলিশসুপার, ডিআইজি সহ বিভিন্ন সরকারি আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারা যেন নিজেদের সুবিধামতো ক্যাম্পে এসে পুরো প্রক্রিয়াটি দেখে যান।

Comments are closed.

error: Content is protected !!