Also read in

হান্না ওকেহোতা'কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মেরি কম

নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৪৮কেজি বিভাগে ইউক্রেনের হান্না ওকেহোতাকে অবলীলায় হারিয়ে সোনা জিতে নিলেন মনিপুরের সোনার মেয়ে মেরি কম। প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিতে মাত্র তিনটি রাউন্ড প্রয়োজন হয়েছিল মেরি কমের। এর আগে পোলান্ডেও ওকেহোতাকে হারিয়েছিলেন মেরি কম।

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে এটা মেরি কমের ষষ্ঠ খেতাব। এই ষষ্ঠ খেতাব জয়ের ফলে কিউবার কিংবদন্তী বক্সার ফেলিক্স স‍্যানের সমকক্ষ হলেন।

জয়ের পর মেরি কম নিজের চোখের জল সামলে নিয়ে বললেন, “আমি আমার অগণিত ফ্যানকে ধন্যবাদ জানাতে চাই যারা প্রতিটি মুহূর্তে আমাকে উৎসাহিত করে গেছেন। অনেক বছর ধরে ওরা আমাকে সমর্থন করে চলেছেন”।

এখানে উল্লেখ্য, গত বৃহস্পতিবার সেমিফাইনালে উত্তর কোরিয়ার মি হিয়াং কিমকে ৫-০ তে হারিয়ে ফাইনালে উঠেছিলেন মেরি।

Comments are closed.

error: Content is protected !!