Also read in

আলফা নেতা মৃনালের বিরুদ্ধে হাইলাকান্দিতে গনসমাবেশ ১৭ নভেম্বর

 

আলফা, সরকার সহ বিভিন্ন সংগঠন বেঁকে বসায় আগামী সতেরো নভেম্বর গুয়াহাটির প্রস্তাবিত বাঙালি সমাবেশ স্থগিত ঘোষণা করা হলেও এবার ওই একই দিনে  হাইলাকান্দিতে গনসমাবেশের ডাক দিল নাগরিকত্ব অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি নামের বরাক ভিত্তিক একটি বাঙালি সংগঠন । তাছাড়া বিধায়ক শিলাদিত্য দেবের সঙ্গে সুর মিলিয়ে আলোচনা পন্থী  আলফা নেতাদের বিরুদ্ধেও সোচ্চার হল ওই সংগঠন। আলফা নেতা মৃনাল হাজারিকার বিরুদ্ধে বিহিত পদক্ষেপ গ্রহণের দাবি সহ  বাঙালিদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ওই  নাগরিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে হাইলাকান্দিতে।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তথা  শিলচরের অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য  তপোধীর ভট্টাচার্য সহ অন্যান্যরা  উপস্তিত থাকবেন বলে জানানো হয়েছে। শনিবার হাইলাকান্দিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সন্তোষ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক  সভায় গনসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত  নেওয়া হয়। সভায় সংগঠনের

কেন্দ্রীয় সম্পাদক হিলাল উদ্দিন লস্কর, প্রেমাংশু শেখর পাল, সুশীল চন্দ্র পাল, জেলা কমিটির সাধারন সম্পাদক রণজিৎ ঘোষ ,নারায়ণ দেবনাথ,  নেকিব হাসান চৌধুরী ,  আফজল হুসেন মজুমদার, সামস উদ্দিন বড়লস্কর,  নীতিশ ভট্টাচার্য প্রমুখ অংশ নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য  রাখেন।

এদিনের বৈঠকে  আগামী সতেরো নভেম্বর হাইলাকান্দিতে প্রস্তাবিত নাগরিক সমাবেশকে সফল  করে তুলতে বিভিন্ন প্রস্তাব গ্রহণের পাশাপাশি  প্রাক্তন আলফা নেতা মৃনাল হাজারিকার এবং জীতেন দত্তের বাঙালি বিরোধী বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়।  মৃনাল হাজারিকার বাঙালি নির্যাতনের হুমকি প্রদানের প্রেক্ষিতে তাকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। তাছাড়া  সভার পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে মৃনাল

হাজারিকাকে সতর্ক করে দেওয়া হয়। সঙ্গে বিধায়ক শিলাদিত্য দেবকে সাম্প্রদায়িক বক্তব্য থেকে বিরত থাকতে সংস্থার পক্ষ থেকে  আহ্বান জানান হয়। এদিনের বৈঠকে  প্রাক্তন আলফা নেতা মৃনাল হাজারিকার বিরুদ্ধে সংস্থার উদ্যোগে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments are closed.