Also read in

বিধ্বংসী অগ্নিকাণ্ড তুলাপট্টিতে; একাধিক দোকান পুড়ে ছাই

শিলচরের ব্যস্ততম এলাকা তুলাপট্টিতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে।স্থানীয় জনগণ রাত সাড়ে নটার সময় হঠাৎ করে আগুনের শিখা লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে বিষয়টি জানান।

প্রাপ্ত তথ্য অনুসারে, ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছায় এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সব ধরনের চেষ্টা শুরু করেন। পরে শিলচর শহরের আশেপাশের অনেকগুলো দমকলের গাড়ি এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। জানিগঞ্জ-তুলাপট্টি এলাকায় বেশ কিছু গাড়ি পার্কিং করে রাখায় আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে একটি গহনার দোকানে আগুন লাগে এবং পরে সেই আগুন ছড়িয়ে পড়ে বিধ্বংসী রূপ নেয়। বণিক জুয়েলার্স, রামকৃষ্ণ জুয়েলার্স সহ চারটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। প্রায় ঘন্টা দেড়েক প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুন কিভাবে লাগলো, সে ব্যাপারে এখনো সঠিক কোন সূত্র পাওয়া যায়নি। তবে, জুয়েলারির দোকানগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড় ধরনের বলে জানা গেছে।

Comments are closed.

error: Content is protected !!