
মর্মান্তিক দুর্ঘটনা, মাটি ধসে ঘরেই চাপা পড়ে মারা গেলেন একই পরিবারের ৭ সদস্য
এক দুঃখজনক ঘটনায় আজ সাত জন ব্যক্তি মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারালেন কাছাড় জেলায়।
ঘটনাটি ঘটেছে আজ সকালে কাছাড় জেলার লক্ষীপুর মহাকুমার জয়পুর থানার অধীন কলারপার এলাকায়। বিগত বেশ কয়েক ঘন্টা ধরে অবিশ্রান্ত বৃষ্টির ফলে ধ্বস নেমে আসে টিলা থেকে। চিলার নিচেই ছিল হতভাগ্যদের ঘর। ধসের নিচে চাপা পড়ে যায় পুরো ঘর। পুলিশ এবং পার্শ্ববর্তী এলাকার লোকেরা ছুটে আসেন । কাদামাটি সরিয়ে এক এক করে এদের প্রাণহীন দেহ উদ্ধার করা হয়।
এই দুর্ঘটনায় দুজন মহিলা সহ মৃতেরা হলেন, তাজিম উদ্দিন লস্কর (৪৫), আলিয়া বেগম (২০) আলম উদ্দিন (১৮), আরিফ উদ্দিন (১৭), আমোনা বেগম (১৪) , রহিম উদ্দিন (৮)। এরা সবাই একই পরিবারের সদস্য।
এই দুঃখজনক ঘটনায় সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Comments are closed.