Also read in

অটল অমৃত এবং আয়ুষ্মান ভারত কার্ডে কোটি কোটি টাকার কেলেঙ্কারি , গ্রেফতার মাস্টারমাইন্ড মোফাজ্জল হোসেন বড়ভূঁইয়া

অটল অমৃত- আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত মুখ্য অভিযুক্ত মোফাজ্জল হোসেন বড়ভূঁইয়াকে গ্রেফতার করলো হাইলাকান্দি সদর পুলিশ।

উল্লেখ্য, মোফাজ্জল হোসেন বড়ভূঁইয়া শিফা হাসপাতাল ও রিসার্চ সেন্টারের স্বত্বাধিকারী। সম্প্রতি এই কেলেঙ্কারির জন্য শিফা হাসপাতালের ব্যাংক একাউন্ট ফ্রিজ করেছিল হাইলাকান্দি সদর পুলিশ। সঙ্গে কেলেঙ্কারিতে জড়িত দুইজন স্বাস্থ্য কর্মী সাবির আহমেদ মজুমদার ও আকবর হোসেনকে গ্রেপ্তার করেছিল সদর পুলিশ।

কিন্তু মূল মাস্টারমাইন্ড মোফাজ্জল হোসেন বড়ভূঁইয়া পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল তবে শেষ রক্ষা হয়নি আজ গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে হাইলাকান্দি সদর থানার সাব-ইন্সপেক্টর বিধান দাসের নেতৃত্বে হাইলাকান্দি সদর পুলিশের একটি টিম শিলচর পুলিশের সহযোগিতায় এক অভিযান চালিয়ে শিলচরের মেহেরপুর বটের তল এলাকার ভাড়া ঘর থেকে মোফাজ্জল হোসেন বড়ভূঁইয়াকে গ্ৰেফতার করে।

Comments are closed.