ভুলিনি, ভুলবনা - শুরু হল সাতান্নতম 'অমর উনিশ'
বরাক উপত্যকায় উনিশে মে’৬১’র ভাষা শহিদ স্মরনে বিভিন্ন কার্যসূচী শুরু হয়ে গেল।গতকাল বিকালে শিলচরের রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আহবানে বিভিন্ন সংস্থা, সংগঠন সমবেত সংগীত,নৃত্য পথনাটক ইত্যাদি পরিবেশন করে। পরে মঞ্চের উদ্যোগে বিভিন্ন সংস্থা, সংগঠন ও সকল স্তরের জনগন উনিশের মহাপথচলায় অংশ নেন। এবারের এই পথচলা মশাল ও মোমবাতি নিয়ে মিছিল করে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শিলচর রেল স্টেশনে এসে সমাপ্ত হয়।
নাগরিকত্ব ইস্যুতে উনিশের এই পথচলাকে মহামিছিলে রূপান্তরিত করার সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের এই উদ্যোগ সার্থক হয়। শিলচর রেল স্টেশনে বিভিন্ন বক্তা নাগরিকত্ব ইস্যুতে ভাষিক সংখ্যালঘুদের হয়রানির বিরুদ্ধে বক্তব্য রাখেন। ভাষিক সংখ্যালঘুদের মধ্যে বিভেদ আনার প্রয়াসকে রোখার আহ্বান জানানো হয়। ২০১৪ সালের ভোটার তালিকা অনুযায়ী সকল কে নাগরিকত্ব প্রদানের দাবিও জানানো হয়।
এই উপলক্ষে আগামীকাল গান্ধীবাগ সংলগ্ন সড়কে চিত্রশিল্পীদের রাস্তায় আলপনা আঁকার আয়োজন করা সহ পার্ক রোডের অস্থায়ী মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উনিশে মের কার্যসূচির মধ্যে রয়েছে সকালে প্রভাতফেরি, শিলচর রেলওয়ে স্টেশন এবং শিলচর শশান ঘাটে শহীদ বেদিতে মাল্যদান সকাল ১০ টা থেকে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকালে পার্ক রোডের অস্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি । বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির কাছাড় জেলা শাখা উনিশে মে দিনটিকে মাতৃভাষা সুরক্ষা দিবস হিসাবে পালন করবে এই উপলক্ষে মাতৃভাষা সুরক্ষা দিবস এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সমিতির পক্ষ থেকে একমাসব্যাপী বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়েছে।
কার্যসূচির মধ্যে রয়েছে উনিশে মে শিলচর শ্মশান ঘাটে এবং রেলওয়ে স্টেশনে শহীদ বেদিতে মাল্যদান, কৃষ্ণচূড়া মঞ্চে শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন এবং প্রদীপ প্রজ্বলন, গান্ধী বাগ কেন্দ্রীয় শহিদ বেদিতে মাল্যদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ইত্যাদি।
ভাষা শহিদ স্টেশন স্মরন সমিতির উদ্যোগে উনিশে মের অন্যতম অনুষ্ঠান হচ্ছে এক বিশেষ বক্তৃতা সভা। শিলচর রেলওয়ে স্টেশনে চামেলী কর স্মৃতি মঞ্চে এই সভা অনুষ্ঠিত হবে, সান্ধ্যকালীন এই আলোচনা সভায় বক্তা হিসেবে রয়েছেন সৈয়দ হাফিজ রশিদ চৌধুরী , ড: তপোধীর ভট্টাচার্য, সনৎ কৈরী প্রমুখ। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুস্মিতা দেব, দিলীপ কুমার পাল, আমিনুল হক, রাজীব গোয়ালা,অমর চাঁদ জৈন,সুবিমল ভট্টাচার্য। অন্যান্য বৎসরের মতো এবার ও সকাল দশটায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রেল স্টেশন সংলগ্ন স্থানে ।
এছাড়া ও বিভিন্ন সংগঠন, সংস্থার উদ্যোগে সমস্ত বরাক জুড়ে অসংখ্য কার্যসূচী রয়েছে।
Comments are closed.