Also read in

বুধবার কাছাড় জেলায় করোনায় আক্রান্ত ১৮৬, মেডিক্যালে মারা গেলেন দুই ব্যক্তি

বুধবার মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে মারা গেছেন দুই ব্যক্তি, একজন শিবালিক পার্ক এলাকার নৃত্য শিক্ষক নয়ন দাস এবং অন্যজন করিমগঞ্জের বাসিন্দা শ্যামল দাস। এদিন কাছাড় জেলায় আক্রান্ত হয়েছেন ১৮৬ জন ব্যক্তি। রেপিড এন্টিজেন টেস্টে ১১৫ জন এবং আরটিপিসিআর পরীক্ষায় ৭১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। কাছাড় জেলায় এখন করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭৬৪ জন ব্যক্তি।

কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইব্রাহিম আলি জানিয়েছেন, ৭৬৪ জনের মধ্যে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১০ জন, সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ১১ জন, গ্রিন হিলস হাসপাতালে চিকিৎসাধীন ২৮ জন, গ্রেসওয়েল হাসপাতালে রয়েছেন ২৩ জন, সেনা হাসপাতালে ৯ জন, সিআরপিএফ দয়াপুর হাসপাতালে ৫ জন এবং বাড়িতে চিকিৎসাধীন ৫৭৮ জন।

এখন পর্যন্ত কাছাড় জেলায় মৃত্যু হয়েছে ১৫১ জনের, এরমধ্যে ৩৯ জনের মৃত্যুর জন্য সরাসরি করোনা ভাইরাসকে দায়ী করেছে ডেথ অডিট বোর্ড। বাকি ১১২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ থাকলেও তাদের মৃত্যুর জন্য অন্যান্য উপসর্গকেই দায়ী করা হয়েছে।

মঙ্গলবার কাছাড় জেলায় রেপিড এন্টিজেন টেস্ট পরীক্ষা হয়েছে ১৪৮৩ জনের। এরমধ্যে ১১৫ জন পজিটিভ হয়েছেন এবং ১৩৬৮ জনের রেজাল্ট নেগেটিভ হয়েছে। অর্থাৎ সংক্রমনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। গত কয়েকমাসের পরীক্ষা এবং সংক্রমণের সংখ্যা তুলনা করলে মঙ্গলবারের সংখ্যা সব থেকে বেশি।

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৬ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে ৯২ জন রয়েছেন ওয়ার্ডে এবং ৩১ জন রয়েছেন আইসিইউতে। ভেন্টিলেশনে রয়েছেন ১১ জন ব্যক্তি যাদের অবস্থা সঙ্কটজনক। অক্সিজেনের সহযোগিতায় চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন ব্যক্তি।

Comments are closed.

error: Content is protected !!