Also read in

প্রয়াত হয়েছেন সংবাদ জগতের কিংবদন্তি নীলোৎপল চৌধুরী

প্রয়াত হলেন সংবাদ জগতের অন্যতম কিংবদন্তি নীলোৎপল চৌধুরী। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মঙ্গলবার দুপুর ১ টা ৫ মিনিটে মেডিল্যান্ড নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি; মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। স্ত্রী কল্যাণী চৌধুরী, পুত্র নীলাক্ষ চৌধুরী সহ অসংখ্য গুণমুগ্ধকে রেখে গেছেন তিনি। প্রায় দুই দশক ধরে যুগশঙ্খ পত্রিকা গোষ্ঠী ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করে গেছেন। পাশাপাশি মনিপুর ক্রণিকেলস সহ কয়েকটি পত্রিকার সম্পাদনাও করেছেন।

নীলাক্ষ চৌধুরী জানিয়েছেন, গত বছর মে মাস থেকে ক্যান্সারে ভুগছিলেন নীলোৎপল চৌধুরী। এছাড়া লিভার এবং প্রেসার জনিত সমস্যা দেখা দিয়েছিল। তবে তিনি এতটাই প্রাণবন্ত ছিলেন যে, এত সমস্যার পরেও পুরোটা সময় হাসিমুখে কাটিয়েছেন। কঠিন ক্যান্সারকে টেক্কা দিয়ে আমাদের আশ্চর্য করেছিলেন তিনি। সারা জীবন অজস্র মানুষকে সাহায্য করেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সময় সম্মান পেয়েছেন এবং প্রত্যেকের ভালোবাসা পেয়েছেন।

ক্যান্সার ধরা পড়ার পর মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এরপর বাড়িতেই ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটায় সম্প্রতি তাকে ইটখোলার মিডল্যান্ড নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Nilotpal Choudhury at his desk

নীলোৎপল চৌধুরীর মৃত্যুতে সব মহলের প্রত্যেকে শোকস্তব্ধ। দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তৈমুর রাজা চৌধুরী, সাংসদ রাজদীপ রায় থেকে শুরু করে প্রত্যেকেই শোক ব্যক্ত করেছেন।

হাসপাতাল থেকে তার মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর সেখানে শাস্ত্রীয় নিয়ম পালনের পর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে শ্মশান ঘাটে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে। জেলা ক্রীড়া সংস্থা, প্রেসক্লাব ইত্যাদি জায়গায় তাকে শেষ শ্রদ্ধা জানানোর প্রস্তুতি শুরু হয়েছে।

Comments are closed.