Also read in

নিঃশব্দে কাজ করে যাচ্ছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার অন্যতম যোদ্ধা প্রশান্ত শীল

শিলচর জেলা ক্রীড়া সংস্থার চতুর্থ শ্রেণীর কর্মচারী তিনি। স্থানীয় খেলাধুলার অভিভাবক ডি এস এর পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। গত ১৫-১৬ বছর ধরে পর্দার আড়ালে কাজ করে যাচ্ছেন। একেবারে নিঃশব্দে। তিনি প্রশান্ত শীল। বিভিন্ন ক্লাবের সংস্থার চিঠিপত্র পৌঁছে দেওয়া তার অন্যতম কাজ। এতটা বছর থেকে চুপিসারে দায়িত্বের সঙ্গে নিজের কাজটা করে যাচ্ছেন প্রশান্ত।
অনুমোদিত ক্লাব ও সংগঠনে চিঠি সহ নানা জরুরি কাগজপত্র পৌঁছে দেওয়া তাঁর দায়িত্ব। তাইতো শিলচরের ক্রীড়ামহলে তিনি পরিচিত পোস্টম্যান হিসেবে। ক্লাবগুলোকে দেওয়া সংস্থার চিঠি সময় মতো পৌঁছে দেওয়াটা কিন্তু খুব জরুরী। কারণ অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাবগুলোকে জবাব দিতে হয়। তাই ক্লাবগুলির কাছে যদি সঠিক সময়ে চিঠি না পৌঁছায় তাহলে ঝামেলা সৃষ্টি হতে পারে। সুতরাং ঝড়, বৃষ্টি ও রৌদ্র উপেক্ষা করে প্রশান্ত কে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে হয় দায়িত্ব পালনে। ছিপছিপে ধূপকাঠির ন্যায় চেহারা প্রশান্তর। তবে সব সময় মুখে লেগে থাকে মিষ্টি হাসি। কাজের ফাঁকেই প্রত্যেকের হালচাল জেনে নেন তিনি। কারোর কিছু দরকার হলে সেটা এনেও দেন। তবে দুঃখের বিষয় যে, প্রশান্তর যখন দরকার হয় তখন খুব কমই এগিয়ে এসেছেন। কিন্তু সম্প্রতি প্রশান্তর সাহায্যে এগিয়ে এসেছে শিলচর ভেটেরন ক্রিকেটার্স ক্লাব।

এস এম দেব স্টেডিয়ামে আসা-যাওয়া করা থেকে শুরু করে শহর এলাকার বিভিন্ন ক্লাব সংগঠনে তাঁর পৌঁছনোর অবলম্বন একটাই। সেটা হচ্ছে তাঁর একমাত্র বাহন সাইকেল। তবে ইদানিংকালে সেই সাইকেল অধিকাংশ সময়ই নষ্ট হয়ে পড়তো। ফলে প্রচুর সমস্যা হচ্ছিল প্রশান্তর। এমন সময়ে প্রশান্তর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল শিলচর ভেটেরন ক্রিকেটার্স ক্লাব। একটি নতুন সাইকেলের জন্য অনেকের কাছেই আর্জি জানিয়ে ছিলেন। কিন্তু লাভ হয়নি। অবশেষে তার এই সমস্যার সমাধান করল ভেটেরন ক্রিকেটার্স ক্লাব। তারা প্রশান্তর হাতে তুলে দিয়েছে এক নতুন সাইকেলের চাবি। নতুন সাইকেল পেয়ে দারুন খুশি প্রশান্ত। তিনি জানান, এটা শুধু একটা সাইকেল নয়, তার জন্য এটা একটা লাইফ লাইন।

এই মুহূর্তে শিলচর জেলা ক্রীড়া সংস্থা বন্ধ। তবে প্রশান্ত কে রোজই মাঠে আসতে হচ্ছে। কারণ মাঠের ঘাস কাটা থেকে শুরু করে টুকটাক কাজ প্রতিদিন লেগে থাকে। এগুলি দেখভাল করার দায়িত্ব প্রশান্তর। তার বাড়ি শহর থেকে অনেক দূরে। বেতুকান্দিতে। এতদিন পুরনো সাইকেল দিয়ে আসা-যাওয়া করতে অনেকটা সময় লেগে যেত। এরমধ্যে অনেক সময় আবার মাঝ রাস্তাতেই সাইকেল নষ্ট হয়ে যেত। তবে ভেটেরন ক্রিকেটার্স ক্লাব নতুন সাইকেল দেওয়ায় আগের তুলনায় এখন সময় অনেকটাই কম লাগবে।

এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভেটেরন ক্রিকেটার্স ক্লাব সভাপতি বিজেন্দ্র প্রসাদ সিং, দীপঙ্কর দেব এবং ইন্দ্রজিৎ পাটোয়া। সাইকেল তুলে দিয়েছেন ক্লাব সভাপতি বিজেন্দ্র প্রসাদ সিং, সচিব নিরঞ্জন দাস, দীপঙ্কর দেব ও অভিষেক চক্রবর্তী। বহু পুরনো আশা পূর্ণ হল তাঁর। আক্ষরিক অর্থেই খুশী প্রশান্ত।

শিলচর জেলা ক্রীড়া সংস্থায় এমন প্রশান্ত আরো রয়েছেন। যারা নিঃশব্দে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। হাসিমুখে অনেকের আবদার মেটাচ্ছেন। কিন্তু তাদের যখন দরকার হয় তখন কেউই এগিয়ে আসেন না। অথবা এড়িয়ে যান। সে দিক থেকে শিলচর ভেটেরন ক্রিকেটার্স ক্লাব এক দৃষ্টান্ত স্থাপন করল।

Comments are closed.

error: Content is protected !!