Also read in

জেলাশাসক কার্যালয়ে শুরু হলো ভারত-বাংলাদেশ সীমান্ত জেলা প্রতিনিধিদের বৈঠক

কাছাড় জেলাশাসক কার্যালয়ে শুরু হলো ভারত বাংলাদেশের সীমান্তবর্তী জেলার প্রতিনিধিদের বৈঠক। আজ সকাল দশটায় বাংলাদেশের সিলেট এবং মৌলভীবাজার জেলার প্রতিনিধিরা কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে এসে প্রবেশ করেন। আগে থেকে সুসজ্জিত কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলাশাসক লায়া মাদ্দুরি সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। বৈঠকে সীমান্তের ওপারের দুই জেলার জেলাশাসক পুলিশ সুপার সহ মোট ১৭ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এদিকে কাছাড় এবং করিমগঞ্জের জেলাশাসক-পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা রয়েছেন।

 

সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে ব্যবসা, পর্যটন ইত্যাদি বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ, সীমান্ত এলাকায় সুরক্ষা ইত্যাদি এই বৈঠকের বিষয়বস্তু। চার বছর আগে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চার জেলার শীর্ষ কর্তারা বৈঠকে বসেছিলেন, সেটা হয়েছিল বাংলাদেশে। তৎকালীন জেলা শাসক বিশ্বনাথ এবং পুলিশ সুপার রাজবীর সিং সহ ভারতীয় দল সেবার বাংলাদেশের মৌলভীবাজার জেলায় বৈঠকে অংশ নিয়েছিল। এবার কাছাড়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে অংশ নিচ্ছেন বাংলাদেশের মৌলভীবাজার এবং সিলেট জেলার শীর্ষ কর্তারা। রবিবার তারা শিলচর এসে পৌঁছোন।

 

বাংলাদেশ থেকে মৌলভীবাজার জেলার জেলাশাসক নাজিয়া সামিন সহ সিলেট জেলার জেলাশাসক এম কাজী এমদাদুল ইসলাম, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ শাহজালাল, সিলেট জেলার পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন, ১৯বিজিবি জকিগঞ্জ ব্যাটেলিয়নের ডিরেক্টর কর্নেল সইদ হোসেন, মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মল্লিকা দে, সিলেট জেলার অতিরিক্ত উপায়ুক্ত মোহাম্মদ আবুল কালাম, সিলেট জেলার পুর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রিতেশ বড়ুয়া, মৌলভীবাজার জেলার উপজেলা নির্বাহী আধিকারিক মোহাম্মদ শামীম আল ইমাম, সিলেট জেলার কাস্টমস এবং এক্সাইজ বিভাগের জয়েন্ট কমিশনার মোঃ মিনহাজ উদ্দিন পাহলোহান, সিলেট জকিগঞ্জ উপজেলা নির্বাহী আধিকারিক বিজন কুমার সিংহ, সিলেট কানাইঘাট উপজেলা নির্বাহী আধিকারিক তানিয়া সুলতানা, সিলেট জেলার নারকটিক কন্ট্রোল বিভাগের এডিশনাল ডিরেক্টর পরিতোষ কুমার কুন্ডু, সিলেট জেলার জল পরিবহন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার মোঃ নিরাজুল হক বড়ভূঁইয়া, মৌলভীবাজার জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোঃ কামরুল তাহসিন এবং বাংলাদেশের ভূমি ও রাজস্ব বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফেরদৌস হোসেন অংশ নিচ্ছেন।

Comments are closed.