মেগা আইন সেবা শিবিরে যোগ দিতে শিলচর আসছেন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ,গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি অজিত সিং
আইন সেবা শিবিরে যোগ দিতে শিলচর আসছেন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ। গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি অজিত সিং সহ অন্যান্য বিচারকরাও শিলচর আসছেন ওই শিবিরে যোগদানের উদ্দেশ্য। আগামী ৯ জুন আসাম বিশ্ববিদ্যালয়ের নেতাজি মঞ্চে একদিন ব্যাপী এই মেগা আইন সেবা শিবিরের আয়োজন করা হয়েছে বলে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানান ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথোরিটি (ডি এল এস এ) র সেক্রেটারি সুজাতা ভট্টাচার্য ও ধেমাজি ডি এল এস এ র সেক্রেটারি এস কে ঘোষ।
সাংবাদিক সম্মেলনে তারা আরও জানান যে, বরাক উপত্যকায় প্রথমবারের মতো এধরনের আইন সেবা শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই শিবিরের মাধ্যমে পিছিয়ে পড়া গরিব পুরুষ, মহিলা ও শিশুদের সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হবে। সবধরনের আইনগত সাহায্য বিনামূল্যে দেওয়া হবে বলে জানানো হয়।
সেক্রেটারি সুজাতা ভট্টাচার্য বলেন, এদিনের শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের ৩২ টি স্টল থাকবে। প্রতিটি বিভাগের আধিকারিকরাও শিবিরে উপস্থিত থাকবেন। সরকারি প্রকল্পগুলো দ্রুত পাইয়ে দেওয়ার ব্যাপারে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
এখানে উল্লেখ্য, রাজ্যে এটি চতুর্থ আইন সেবা শিবির। এই শিবিরে কম করেও হাজার তিনেক দুঃস্থ ও গরিব লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এজন্য গোটা জেলার প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে যাতায়াতের জন্য বাস পরিষেবার ব্যবস্থা করেছে ডি এল এস এ কর্তৃপক্ষ।শিবিরের বিষয় হচ্ছে “ন্যায় সকলের জন্য”। যে সমস্ত নাগরিক বিভিন্ন বিভাগে বঞ্চনা ও হেনস্থার শিকার হয়েছেন তাদের তাৎক্ষণিক সুবিচার পাইয়ে দেওয়া হবে।দরিদ্র সীমার নিচে বসবাসকারী লোকদের গ্যাস কানেকশন, রেশন কার্ড, ইন্দিরা আবাস, পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি সুযোগ-সুবিধাগুলো প্রদান করবে ডি এল এস এ কর্তৃপক্ষ। সবমিলিয়ে এই আইনি সেবা শিবিরের প্রধান লক্ষ্য হচ্ছে দরিদ্রসীমার নিচের লোকদের নায্য অধিকার ও সুবিচার পাইয়ে দেওয়া।
আয়োজক ডিএলএসএ র সেক্রেটারি সুজাতা ভট্টাচার্য বলেন, রাষ্ট্রীয় আইন সেবা প্রাধিকরণের এক্সিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি রঞ্জন গগৈ নিজে উপস্থিত থেকে পুরো আয়োজন পর্যালোচনা করবেন। এছাড়াও মেগা আইন শিবিরে উপস্থিত থাকবেন গৌহাটি হাইকোর্টের দুই বিচারক অরূপ গোস্বামী ও সুমন শ্যাম, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথোরিটি র সদস্য সেক্রেটারি অলক আগরওয়াল, প্রজেক্ট অফিসার সুনীল চৌহান, ডিরেক্টর সত্যনাথ বার্মা, ডেপুটি সেক্রেটারি গীতালী রাভা প্রমুখ।
শিবিরের উল্লেখযোগ্য অন্য বিষয়টি হচ্ছে, এদিন বরাক উপত্যকার তিন জেলার বিকলাঙ্গ লোকদের বিনামূল্যে কৃত্রিম হাত-পা ও অন্যান্য অঙ্গ প্রদান করা হবে।এই কৃত্রিম অঙ্গ প্রদান করবে জয়পুরের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি। মেগা আইন সেবা শিবিরের প্রস্তুতি চূড়ান্ত বলে জানানো হয়। এখন মূল অনুষ্ঠানের দিকে সবার নজর রয়েছে।
Comments are closed.