Also read in

প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, করিমগঞ্জ ও হাইলাকান্দির জেলাশাসক বদলি, থাকছেন কীর্তি জাল্লি

নতুন সরকার গঠনের সাথে সাথে চলেছে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল। রাজ্য পুলিশে বড়োসড়ো পরিবর্তনের পর এবার উপায়ুক্তদের – অতিরিক্ত উপযুক্তদের পালা।

আজ রাজ্যপাল স্বাক্ষরিত এক আদেশে কুড়িজন জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসককে বদলি করা হয়েছে । বরাক উপত্যকায় করিমগঞ্জ এবং হাইলাকান্দির জেলা শাসক বদলি হয়েছেন। তবে রয়ে গেছেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জাল্লি।

করিমগঞ্জ জেলায় উপায়ুক্ত হিসেবে আসছেন খড়্গেশ্বর পেগু, এসিএস। তিনি বর্তমানে লক্ষ্মিমপুর জেলার উপায়ুক্ত হিসেবে নিয়োজিত আছেন। করিমগঞ্জ জেলার বর্তমান শাসক আন্বামুথান এম পি বদলি হয়ে যাচ্ছেন ধুবরির জেলা শাসক হিসেবে।

হাইলাকান্দিতে জেলা শাসক হিসেবে আসছেন রোহন কুমার ঝা, আইএএস। তিনি বর্তমানে অতিরিক্ত জেলা শাসক হিসেবে শোণিতপুর জেলায় নিয়োজিত আছেন। হাইলাকান্দির বর্তমান জেলাশাসক মেঘা নিধি দাহাল কোকরাঝাড় জেলার উপায়ুক্ত হিসেবে বদলি হচ্ছেন।

এদিকে কাছাড়ের অতিরিক্ত উপায়ুক্ত সুমিত সত্যবান, আইএএস লক্ষ্মিমপুর জেলার উপায়ুক্ত হিসেবে পদোন্নতি পেয়েছেন। একইভাবে করিমগঞ্জ জেলার অতিরিক্ত উপায়ুক্ত এইচ এন গৌতম, আইএএস প্রমোশন পেয়ে জেলা উপায়ুক্ত হিসেবে সাউথ শালমারা, মানকাচার এর জেলা শাসক হিসেবে হিসেবে নিযুক্তি হয়েছেন।।

Comments are closed.