Also read in

৬০ লক্ষ টাকার হেরোইন, কোডেইনসহ গুয়াহাটিগামী বাস থেকে গ্রেফতার শিলচরের দুই যুবক

মেঘালয়ের ক্লেরিয়েটে গতকাল শিলচর- গুয়াহাটি বাস থেকে হেরোইন পাচারের দায়ে গ্রেপ্তার করা হয় শিলচরের দুই যুবককে। সুপার বাস থেকে গ্রেফতার হওয়া এই দুই যুবক হলো শিলচর শহরতলি সংলগ্ন বেরেঙ্গা দ্বিতীয় খন্ডের সাহারুল ইসলাম লস্কর (২৮) এবং মামন আহমেদ লস্কর (৩০)।

ক্লেরিয়েট পুলিশ এক অভিযানে বাস থেকে উদ্ধার করে ১২৩.৭৩ গ্রাম হেরোইন এবং ৪০০ মিলিলিটার কোডেইন। এই নেশা সামগ্রীর বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। সাহারুল ও মামনের কাছে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় এই নেশা সামগ্রী, দুই জনকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ।

তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মেঘালয় পুলিশ। মনে করা হচ্ছে নেশা পাচার চক্রের সঙ্গে এই দুই যুবক জড়িত রয়েছে। পুলিশি তদন্ত শেষে হয়তো সত্য বেরিয়ে আসতে পারে, এমনটাই আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, হেরোইন হলো আফিং থেকে তৈরি ধরনের ব্যথানাশক ঔষধ। তবে মাদকদ্রব্য হিসেবেই এই ঔষধের কদর বেশি। কোডেইন ও মূলত আফিং থেকে তৈরি। এটা এমন একটা উপাদান যা শরীরে প্রবেশ করলে মানুষ কল্পনার রাজ্যে হারিয়ে যায় ।

Comments are closed.