
কথা দিয়ে কথা রাখেননি সাংসদ রাধেশ্বাম ও বিধায়ক, গণআন্দোলনে নামছেন ভূক্তভোগীরা
করিমগঞ্জ জেলার প্রত্যন্ত এলাকার প্রত্যেক রাস্তার বেহাল অবস্থা। স্টেট রোড বোর্ডের অধীনে আছে ফকিরাবাজার নিলামবাজার সড়ক । নমামি বরাকের আগে সম্পূর্ণরূপে সড়ক সংস্কার করা হবে বলে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবে আজ অবধি সম্ভব হয়নি । রাজ্য সরকারের অধীনে থাকা এফ এন রোডের সংস্কারের ন্যায্য দাবিতে আপনাদের আন্দোলনে সম্পূর্ণ সহমত আমি নিজে । এই মুহুর্তে পূর্ত বিভাগের সঙ্গে আলোচনা সম্পূর্ণ হয়েছে । এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হচ্ছে । নতুবা আপনাদের হয়ে ফকিরাবাজার নিলামবাজার সড়ক সংস্কারের দাবিতে আমি নিজে আন্দোলনে নামব ।
পাঠক মহল হয়তো ভাবতে পারেন কথাগুলো প্রতিবেদকের নিজস্ব মনগড়া । কিন্তু বাস্তবে ভাষ্য গুলি হচ্ছে সাংসদ রাধেশ্বাম বিশ্বাসের । কিছুদিন আগে সড়ক সংস্কারের দাবিতে উত্তর করিমগঞ্জের বৃহত্তর এলাকার প্রায় হাজার প্রতিবাদী মানুষ এফ এন রোড সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেন।সড়ক অবরোধ করা হয় ৩৭ নং করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়কের ফকিরাবাজার তেমাথায় । বর্তমান সরকার, উত্তর করিমগঞ্জ বিধায়ক, সাংসদের নামে মুর্দাবাদ ধ্বনিতে তারা উত্তাল করেন তুলেন এলাকা । নিজের ভোট ব্যাংক এলাকায় নিজের নামে মুর্দাবাদ ধ্বনি উঠছে শুনে তরিঘড়ি করে ছুটে এসে অবরোধকারীদের কাছে ঠিক এভাবেই রাধেশ্বাম বরাবরের মতো প্রতিশ্রুতির ফুয়ারা ছাড়লে হাত তালি দিয়ে বাহবাহ দিয়েছিলেন তার দলীয় নেতারা । সাংসদের এহেন প্রতিশ্রুতিতে বিশ্বাস করে প্রতিবাদী কার্যসূচি, পথ অবরোধ প্রত্যাহার করেছিলেন সেখানকার সরল মনের মানুষ ।
কিন্তু বর্তমান বাস্তব যেই আর সেই রয়েছে । প্রতিশ্রুতি যে আস্ত বড় অশ্ব ডিম্ব ছিল তা একশ শতাংশ নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন এলাকার জনগণ । সড়কের বুকে রাক্ষসরুপ ধারণ করে আছে পুকুরসম এক একটা গর্ত । বৃষ্টির দিনে একাধিক গর্তের পুকুরাকার আর শুকনো দিন হলে ধূলিঝর । সংস্কারের কাজ শুরু হওয়া তো দূরের কথা, আদৌ কি কোনদিন সংস্কার হবে তার কোন নিশ্চয়তা নেই । নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, ভোগান্তির শিকার স্কুল পড়ুয়ারা, ছোটবড় দুর্ঘটনার শিকার পথচারীরা । এক কথায় সম্পূর্ন রূপেই বেহাল ফকিরাবাজার নিলামবাজার সড়কটি ।
এবারে সাংসদের মিথ্যা প্রতিশ্রুতিতে ক্ষোভের মাত্রা দ্বিগুন সঞ্চার হয়েছে বলে পরিলক্ষিত হচ্ছে । এই অঞ্চলের প্রতিবাদী মানুষের এফ এন রোড সংস্কার সমিতির আন্দোলনের রূপ রেখা তৈরি দেখে এমনটাই মনে হওয়া সম্ভব। প্রতিবাদী মানুষের ক্ষোভ, কথা দিয়ে কথা রাখেননি সাংসদ রাধেশ্বাম বিশ্বাস । এবার কোনো কিছুর তোয়াক্কা না করে গণআন্দোলনে নামছেন তারা । প্রথমে জেলাশাসককে এব্যাপারে চরমপত্র প্রদান করা হবে । গড়ে তোলা হবে বৃহৎ আন্দোলন । কাঁপিয়ে তোলা হবে অফিস পাড়া, ঘেরাও করা হবে পূর্ত বিভাগীয় কার্যালয় । দিন ব্যাপী জাতীয় সড়ক অবরোধ করা হবে ফকিরাবাজার তেমাথায় । উত্তর করিমগঞ্জ জুড়ে দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন বন্ধ রাখার ডাক দেওয়া হবে । বয়কট করা হবে পঞ্চায়েত নির্বাচন বলে জানা গেল।। এ ব্যাপারে আরও জানা যায় যে এফ রোড দিয়ে নিষিদ্ধ করা হবে সাংসদ, বিধায়ক, শাসকদলীয় নেতাদের প্রবেশ।
Comments are closed.