Also read in

লকডাউন আরো দু সপ্তাহ বাড়ছে, 'জীবন এবং জীবিকা- দুটোর কথা ভেবেই এমন সিদ্ধান্ত', বললেন রাজদীপ রায়

করোনা মোকাবিলায় দেশে দ্বিতীয় পর্যায়ের লকডাউন চলছে, এবার এই লক ডাউনের মেয়াদ আরো বাড়ানো হচ্ছে । আরও ২ সপ্তাহ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হবে বলে জানা যাচ্ছে। আগামী ৩রা মে শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন। অর্থাৎ চার তারিখ থেকে আরও আরও ২ সপ্তাহ বাড়ানো হল লকডাউনের মেয়াদ।

তবে গ্রিন, অরেঞ্জ, রেড (হটস্পট) জোন হিসেবে এই লক ডাউনের মাত্রায় কিছুটা তারতম্য ঘটবে। গ্রীন এবং অরেঞ্জ জোনে বেশ কিছু ছাড় দেওয়া হবে। ইতিমধ্যেই গতকাল এক নির্দেশিকার মাধ্যমে এই রেড, অরেঞ্জ এবং গ্রীন জোন আলাদা করে দেওয়া হয়েছে, যা পরিবর্তন সাপেক্ষ।

উল্লেখ্য, প্রকাশিত তালিকা অনুযায়ী আসামে বর্তমানে রেড জোন ভুক্ত কোন জেলা নেই। তাই আসামে তৃতীয় পর্যায়ের লকডাউনের মধ্যে বেশ কিছু ছাড় মিলবে বলে আশা করা যাচ্ছে।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায় আমাদের প্রতিনিধিকে বলেন, “আমরা এটা আগের থেকেই অনুমান করেছিলাম, আমাদের বর্তমানের রিকভারি পরিসংখ্যান পঁচিশ- ছাব্বিশ শতাংশ, যা আরেকটু বাড়তে হবে। যার জন্য আমরা আরও দুই থেকে তিন সপ্তাহ লকডাউন বাড়ানোর ব্যাপারে জোর দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জীবন এবং জীবিকা রক্ষা করার কথা চিন্তা করেই নেওয়া হয়েছে।”

ভারতে করোনা সংক্রমণের হার ক্রমশ ঊর্ধবমুখী। দেশে কোভিড-১৯ পজেটিভ ৩৫,০০০ এর উপরে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,১৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত ৭২। মহারাষ্ট্র ও গুজরাটের পরিস্থিতি ভয়াবহ। মহারাষ্ট্রে সংক্রমিত ১০ হাজারের বেশি। করোনার জেরে ধুঁকছে দেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে লকডাউন এর মেয়াদ বাড়তে পারে তা অনেকেই অনুমান করেছিলেন।

Comments are closed.