তখন মাঝরাত, সোনাই রোডে দুই গাড়ি অজ্ঞাত পরিচয় যুবকের দলকে আটক করল পুলিশ
শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ রাঙ্গিরখাড়ি পয়েন্টে সোনাই রোডের মুখে দুই গাড়ি ভর্তি সন্দেহজনক যুবককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বাঙালি এবং অবাঙালি কম বয়সী যুবক রয়েছে। একটি অলটো গাড়ি এবং আরেকটি ন্যানো গাড়িতে করে তারা খুব জোরে সোনাই রোডের দিকে যাচ্ছিল। গাড়ির গতি অস্বাভাবিক হওয়ায় পুলিশ তাদের থামায়। প্রথম দিকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করলে তারা একেক জন একেক কথা বলছিল। কেউ নিজেকে ছাত্র বলছে, কেউ বলছে তারা এখানেই থাকে। কেউ বলছে তারা খাবার খুঁজতে রাতে বেরিয়েছে, আবার কেউ বলছে তারা বাড়ি ফিরছে।
তাদের ঠিকানা জিজ্ঞেস করলে একজন বলে হাইলাকান্দি জেলার লালাবাজার, অন্যজন বলে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণ নগর। লকডাউনের সময় এত রাতে একসঙ্গে কেন ঘোরাফেরা করছে বললে তারা সদুত্তর দিতে পারেনি। পুলিশের সন্দেহ, এরা হয়তো মিজোরাম সংলগ্ন এলাকা থেকে এসেছে। এই সময়ে চুরি-ডাকাতির সম্ভাবনাও জেলায় বৃদ্ধি পেয়েছে। ফলে রাতের বেলা শহরে এভাবে গাড়ি নিয়ে অজ্ঞাত পরিচয় যুবকদের ঘোরাফেরা অত্যন্ত সন্দেহজনক।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের তরফে সাংবাদিক সম্মেলনে বলা হয়েছিল, মিজোরামের বিভিন্ন সংস্থা বাইরের যুবকদের বাড়ি ফেরার জন্য চাপ দিচ্ছে। একটি সংবাদ প্রতিবেদনে জানা গেছিল, বৃহস্পতিবার রাতেও ট্রাকভর্তি একদল যুবক মিজোরাম সংলগ্ন এলাকা থেকে কাছাড়ে ঢুকেছে। মিজোরামে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়ার পর সীমান্ত এলাকাগুলো আরো স্পর্শকাতর হয়ে পড়েছে। এই অবস্থায় অজ্ঞাত পরিচয় যুবকদের আটক হওয়া বিপদের চিহ্ন হতে পারে।
Comments are closed.