Also read in

করিমগঞ্জে এক জঙ্গি আটক, উদ্ধার অস্ত্রশস্ত্র

রবিবার শেষ রাতে করিমগঞ্জ জেলার শ্রীরামপুর অঞ্চলে পুলিশ ও কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর (সিআরপিএফ) যৌথ অভিযানে এক সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়েছে।

সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায়, পুলিশ এবং সিআরপিএফয়ের জওয়ানদের একটি দল রবিবার রাত প্রায় দুটোর সময় শ্রীরামপুরে একটি অভিযান চালিয়ে জয়মনি চোরাই নামে ৩৪ বছর বয়স্ক এক ব্যক্তিকে জঙ্গি সন্দেহে আটক করে। এখানে উল্লেখ করা যেতে পারে, শ্রীরামপুর শিলচর থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূরে রাতাবাড়ি এলাকার সিঙ্গলছড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে। দীর্ঘদিন ধরেই জয়মনি পুলিশের চোখ এড়িয়ে যাচ্ছিল বলে সূত্র মতে জানা গেছে।

অপারেশনের সময় দুটি বন্দুকও উদ্ধার করা হয়েছে। অন্যান্য দল কিংবা তার সহযোগীদের সঙ্গে জয়মনির যোগাযোগের বিস্তারিত তথ্য জানতে পুলিশ তাকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করেছে। জানা যায়, সোমবার করিমগঞ্জের আদালতে তাকে হাজির করা হয় এবং আদালতের নির্দেশ অনুযায়ী বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

Comments are closed.