Also read in

বাস্তবায়নের পথে মিনি সেক্রেটারিয়াট, ভূমিপুজন আগামীকাল

বহু প্রতীক্ষিত মিনি সেক্রেটারিয়াটের কাজ শুরু হতে চলেছে, ভূমি পুজন অনুষ্ঠিত হবে আগামীকাল শ্রী কোনায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামীকাল সকাল ১১টায় ইন্দ্রগড় জিপিতে আইটিআই, শ্রীকোনার কাছে মিনি সেক্রেটারিয়াট ভবনের জন্য ভূমিপুজা অনুষ্ঠিত হবে । এই অনুষ্ঠান উপলক্ষে ভূমি পূজা শেষে এক সাধারণ সভাও অনুষ্ঠিত হবে।

এই উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য আগামীকাল সকাল আটটা থেকে জেলা প্রশাসনের তরফ থেকে শাটল বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। বাস গুলো চলাচল করবে শিলচর ডাকবাংলো ক্যাম্পাস থেকে শ্রীকোনা পর্যন্ত।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গত ২রা মার্চ বরাক উপত্যকা সফরকালে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে এই মিনি সেক্রেটারিয়েটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “ভারতের অবশিষ্ট অংশের সঙ্গে এতদঞ্চলের উন্নয়নও সমপর্যায়ে নিয়ে আসতে হবে। আগামী দিনগুলোতে এই অঞ্চলের উন্নয়নে আরো অনেক ধরনের পরিকল্পনা রয়েছে, যেগুলো রূপায়ণে এতদঞ্চলের জনসাধারণের সহযোগিতা চাইছি আমি।” উক্ত অনুষ্ঠানে নব কলেবরে ডিস্ট্রিক্ট লাইব্রেরি কাম অডিটোরিয়াম, বরাকের উপর তারাপুর-দুধপাতিল সংযোগকারী আরেকটি নতুন সেতু, স্টেডিয়াম এবং স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টারের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী।

মিনি সেক্রেটারিয়াটের কাজ শুরু হচ্ছে শিগগিরই, এই সংবাদে বরাক উপত্যকার জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সঞ্চার হয়েছে।

Comments are closed.