থালিগ্রামে এক নাবালকের আত্মহত্যা, শোকের পরিবেশ
উধারবন্দের নাগাডুম গ্রামের ১৫ বছরের এক কিশোর আজ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল।
থালিগ্রাম অঞ্চলের এই মৃত কিশোরের নাম টিটু বিশ্বাস, তার বাবার নাম অনিল বিশ্বাস। প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিটু আজ সকালে ঘর থেকে বেরিয়ে নাগাডুমের জঙ্গলাকীর্ণ এলাকায় একটি গাছে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে দেয়। অনেক পরে স্থানীয় কিছু লোক ওই দিকে যাওয়ার সময় ঘটনাটা প্রত্যক্ষ করলে চতুর্দিকে সাড়া পড়ে যায়। অনেক লোকজন জড়ো হলেও তখন কিছু করার ছিল না, সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।
উধারবন্দ থানা থেকে প্রবেশনারি সাব ইন্সপেক্টর সঞ্জয় বসুমাতারি এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যতীন্দ্র সিংহ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি নামিয়ে আনেন। পরে মৃতদেহটি থানায় নিয়ে আসা হয় এবং পোস্টমর্টেমের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই কিশোরের আত্মহত্যার কারণ সম্বন্ধে কোনও সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।
Comments are closed.