লালায় স্কুল ছাত্রী অপহরণ: উদ্ধারে ২৪ ঘন্টা সময়সীমা বেঁধে দিল একাধিক সংগঠন
ঈদের দিনে এক নাবালিকা ছাত্রীকে নিয়ে গা ঢাকা দিয়েছিলেন বেসরকারি স্কুলের এক শিক্ষক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছিল হাইলাকান্দি জেলার রাজ্যেশ্বরপুরে, বুধবার সকালে। অপহৃত কিশোরী উদ্ধারে পুলিশ অভিযানে নামলেও এখন পর্যন্ত নিঁখোজ কিশোরীর কোন সন্ধান বের করতে পারে নি।
এদিকে, গতকাল এই ঘটনায় ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে লালা শহর। নবম শ্রেণীর এই ছাত্রীকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধারের দাবিতে মাঠে নামে বেশ কয়েকটি সংগঠন। কয়েকশো ছাত্র-ছাত্রী শহরে মিছিল করে হাইলাকান্দি পুলিশ সুপারের উদ্দেশ্যে লেখা স্মারকপত্র তুলে দেন লালা থানার এসআই’র হাতে। স্মারকপত্রে উল্লেখ করা হয়, গত ঈদের দিনে কোহিনুর আদর্শ বিদ্যাপীঠের এক ছাত্রীকে ওই বিদ্যাপীঠেরই এক শিক্ষক অপহরণ করে নিয়ে যায়, এ নিয়ে লালা থানায় ছাত্রীর বাবা মামলাও করেন। আন্দোলনরত বরাক ডেমোক্রেটিক স্টুডেন্টস ফোরামের এক কর্মকর্তা বলেন, ” হাইলাকান্দির পরিস্থিতি অনুকূল নয়, না হলে আমরা আজই ঘেরাও আন্দোলন কর্মসূচি পালন করতাম। তাই আমরা জেলা প্রশাসনকে স্মারক পত্র প্রদান করেছি, ২৪ ঘন্টার ভিতরে এই স্কুল ছাত্রীকে অক্ষত ভাবে উদ্ধার না করলে আমরা গণতান্ত্রিকভাবে জোরদার আন্দোলনে বাধ্য হব। ঘটনাটি সমগ্র শিক্ষক সমাজের কলঙ্ক।”
উল্লেখ্য, হাইলাকান্দির রাজ্যেশ্বরপুর এলাকার কোহিনুর আদর্শ বিদ্যালয়ের শিক্ষক তথা রাজ্যেশ্বরপুর সপ্তম খন্ডের বাসিন্দা সুরজ নাথের বিরুদ্ধে রাজ্যেশ্বরপুর ষষ্ঠ খণ্ডের ভিনধর্মী নাবালিকা ছাত্রী আফরোজা খানম লস্করকে (১৪) (পরিবর্তিত নাম) অপহরনের অভিযোগ উঠেছে। ঘটনার পর ছাত্রীটির শিক্ষক পিতা সাথে সাথেই লালা থানায় নিঁখোজ সংক্রান্ত এজাহার জমা দেন। যদিও পরবর্তীতে ছাত্রীকে নিয়ে শিক্ষকের উধাও হওয়ার ঘটনাটি ধরা পড়ে। এদিকে, পুলিশ নাবালিকা ছাত্রী নিঁখোজের প্রেক্ষিতে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত সাফল্যের মুখ দেখতে পারেনি।
Comments are closed.