Also read in

মালুগ্রামে সাড়ে তিন লক্ষ টাকা ছিনিয়ে নিল বাইক আরোহী দুষ্কৃতীরা

গত বছরের শেষদিকে এবং এই বছরের প্রথম কয়েক মাস শিলচর শহরে ঘনঘন টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। একসময় পুলিশ ভিন রাজ্যের এক দুষ্টচক্রকে আটক করতে সমর্থ হয়, তারা শিলচরে ঘর ভাড়া করে থাকছিল। এদের সবাইকে ধরতে সমর্থ না হলেও কিছু লোক আটক হয় এবং ছিনতাইয়ের ঘটনা সাময়িকভাবে বন্ধ হয়। তবে শহরে আবার পুরনো কায়দায় দিনের আলোয় টাকা ছিনতাই শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ শিলচর শহরের মালুগ্রাম এলাকার এক ব্যক্তির সাড়ে তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে বাইকে আসা দুই দুষ্কৃতী। এব্যাপারে থানায় মামলা হয়েছে কিন্তু এখনও পুলিশের তরফে দুষ্কৃতীদের কোনও হদিস খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

মালুগ্রাম ডাইভারশন রোডের বাসিন্দা ৫২ বছর বয়সের শিবজি দাম বৃহস্পতিবার সকালে বাড়ির কিছু কাজে টাকা তুলতে ব্যাংকে গিয়েছিলেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পার্ক রোডের ব্রাঞ্চে তিনি টাকা তোলেন এবং তার ছেলের সঙ্গে বাইকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তাদের মনে হয়েছিল একটি কালো পালসার কিছু সময় ধরে একেবারে কাছাকাছি ঘেঁষার চেষ্টা করছে এবং বরাবর তাদের অনুসরণ করছে। তবে তারা স্বপ্নেও ভাবেননি এই বাইকে টাকা ছিনতাইকারী দুষ্কৃতী রয়েছে।

শিবজি দাম বলেন, “বাড়ির এক বিশেষ প্রয়োজনে টাকা তুলেছিলাম এবং সেটা খুব সাবধানে নিয়ে ফিরছিলাম। একেবারে বাড়ির কাছাকাছি পৌঁছে যখন বাইরে থেকে নামি, হঠাৎ করে দুই দুষ্কৃতী আমার উপর ঝাপিয়ে পড়ে। আমাকে বাঁচাতে আমার ছেলে এগিয়ে আসবে এর আগেই দুষ্কৃতীরা ব্যাগ ছিনিয়ে নেয় এবং বাইক স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করে। আমার ছেলে এবং অন্যান্য লোকেরা চিৎকার চেঁচামেচি করেন এবং চেষ্টা করেন বাইকটিকে আটকানোর। কিন্তু ছিনতাইবাজ দুষ্কৃতীরা এতটাই পটু, আমরা এত বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়। আমার পরিশ্রমের টাকা এভাবে চোখের সামনে যেতে দেখে একেবারে ভেঙে পড়েছি।”

মালুগ্রাম পুলিশ থানার তরফে জানানো হয়েছে, এলাকায় যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা সম্ভব হবে সেগুলো দেখে যাচাই করা হবে বাইকটি আসলে কার। তারা বলেন, “পুলিশের সব সূত্র কাজ করতে শুরু করে দিয়েছে আমাদের বিশ্বাস দুষ্কৃতীদের আটক করা সম্ভব হবে।”

Comments are closed.