হাইলাকান্দিতে ফের ফিল্মি কায়দায় দুই লক্ষাধিক টাকা ছিনতাই
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হাইলাকান্দি শাখা থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের খপ্পরে পড়ে দুই লক্ষাধিক টাকা খোয়ালেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিন দুপুরে হাইলাকান্দি জেলা সদরের রাজপথে।।।
এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগেও অনুরূপভাবে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে হাইলাকান্দিতে।। মঙ্গলবার ফের টাকা লুট হয়েছে হাইলাকান্দি শহরের এন এস রোড এলাকায়।
জানা গেছে, মঙ্গলবার লালার রংপুর এলাকার আইনুল আলি নামের এক ব্যক্তি হাইলাকান্দি শহরের স্টেট ব্যাঙ্ক থেকে দু লক্ষ তিরিশ হাজার টাকা তুলে একটি অটো রিস্কাতে চেপে বাড়ি ফিরছিলেন। বেলা দুটা নাগাদ বাড়ি যাওয়ার পথে শহরের এন এস রোডে আসা মাত্রই পেছনের দিক থেকে একটি মটরসাইকেলে চেপে আসা দুই যুবক আইনুলের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গা ঢাকা দেয় । এই ঘটনায় হতবাক আইনুল আলি চিৎকার চেঁচামেচি করতে থাকলে আশেপাশের লোকজন জড়ো হয়ে ছিতাইবাজদের খুঁজতে থাকেন । কিন্তু ততক্ষনে ছিনতাইবাজ এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এরপর সঙ্গে সঙ্গে দুর্ভোগের শিকার হওয়া আইনুল আলি হাইলাকান্দি সদর থানায় ঘটনার বিবরণ জানিয়ে মামলা করেন । পুলিশ তাৎক্ষনিকভাবে তদন্তে নেমে ঘটনাস্থল এন এস রোডের দুটি দোকান থকে সি সি টিভির ফুটেজ সংগ্রহ করে । ফুটেজ দেখে পুলিশ তদন্ত আরম্ভ করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাকা উদ্ধারের কোনও খবর নেই।। উল্লেখ্য, এর আগে এভাবে ব্যাঙ্ক গ্রাহকদের টাকা লুটের একাধিক ঘটনা ঘটলেও পুলিশ ছিনতাইবাজের হদিশ বের করতে পারেনি ।
Comments are closed.