Also read in

ব্যাংক থেকে টাকা উঠিয়ে বেরোনোর পর দুষ্কৃতীরা ছিনিয়ে নিল ২ লক্ষ ৩০ হাজার টাকা

মালুগ্রাম এলাকার বাসিন্দা সোমনাথ দাস স্টেট ব্যাংকের নিউ শিলচর শাখায় যান টাকা উঠাতে। সেখানে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ২,৩০,০০০ টাকা উঠান সকালে সকালে।

গতকাল, নিউ শিলচর শাখা থেকে বেরিয়ে তিনি বাইকে করে তার বন্ধুকে শ্মশান রোডে নামিয়ে দিতে যান। ” তখন সকাল প্রায় ১১-৩০ মিনিট ‌ আমি আমার বন্ধুকে শ্মশান রোডের দুর্গা মণ্ডপের সামনে নামিয়ে দেই, কয়েক সেকেন্ডের মধ্যেই দুটো লোক বাইকে চড়ে এসে আমার টাকা থাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুতবেগে পালিয়ে যায়,” জানালেন সোমনাথ দাস।

সোমনাথ দাস রাঙ্গিরখাড়ি পুলিশ স্টেশনে প্রাথমিক এজাহার দাখিল করেছেন এবং কর্তৃপক্ষকে তার টাকাটা উদ্ধার করে দিতে অনুরোধ রেখেছেন। এফআইআর-এ তিনি জানিয়েছেন যে, একটা বাজার করার ব্যাগের মধ্যে থাকা টাকার ব্যাগটা তার ডান কাঁধে ছিল ।

সকাল সাড়ে ১১ টায় প্রকাশ্য দিবালোকে ধরনের ঘটনায় স্থানীয়রা হতচকিত হয়ে গেছেন, কিন্তু এই দুষ্কৃতীদের ধরা সম্ভব হয়নি। ইদানিং ছিনতাইয়ের ঘটনা অনেক ঘটেছে, কিন্তু দুষ্কৃতী ধরা পড়ার ঘটনার কোন নজির নেই।

Comments are closed.

error: Content is protected !!