জানিগঞ্জের নিখোঁজ ব্যবসায়ী অভিজিৎ (সায়ন) পালকে পাওয়া গেল গুয়াহাটিতে
রহস্যজনকভাবে মঙ্গলবার রাতে জানিগঞ্জের ব্যবসায়ী অভিজিৎ পাল বাড়ি ফেরার সময় হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। সায়ন বলে পরিচিত এই ব্যবসায়ী প্রত্যেক দিনের মতো সেদিনও রাতে দোকান বন্ধ করেন। কিন্তু তারপর থেকে পরিবারের সদস্য এবং বন্ধুরা তাকে আর খুঁজে পাচ্ছিলেন না। তার নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি এজাহার দাখিল করা হয়েছিল।
সেই ৩৫ বছর বয়সী সায়ন পাল গতরাতে তার পরিবারের সদস্যদের ফোন করেন এবং জানান যে তিনি গুয়াহাটির কোন এক স্থানে রয়েছেন। সায়নের পরিবারের একজন সদস্য বরাক বুলেটিনের সঙ্গে কথা বলতে গিয়ে জানান,”গতরাতে সে আমাদের ফোন করে এবং জানায় যে সে গুয়াহাটিতে রয়েছে। আমরা যেন অতিসত্বর সেখানে যাই এবং তাকে নিয়ে আসি।” তিনি আরও জানান যে সায়ন কিভাবে গুয়াহাটিতে পৌঁছালেন সে বিষয়ে কিছু মনে করতে পারছেন না।
তার পরিবারের সদস্য নিশ্চিত হয়ে জানান যে সায়ন পাল এখন ভালো রয়েছেন। তারা ইতিমধ্যেই গৌহাটিতে পৌঁছে গেছেন এবং তার সঙ্গে দেখাও হয়েছে। “আমরা তাকে কি ঘটেছিল সে বিষয়ে বিশেষ কিছু প্রশ্ন করিনি। সায়ন নিজেই আশ্চর্য যে কিভাবে সে গুয়াহাটি পৌঁছালো?” সেই পরিবারের সদস্য যোগ করলেন। কোনও একটি ওষুধের প্রতিক্রিয়ায় এমনটা হতে পারে বলে তিনি উল্লেখ করেন। “যাই হোক না কেন, আমরা এখন এটা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। আমরা খুশি যে আমাদের পরিবারের সদস্যকে ফিরে পেয়েছি এবং এখন আমরা বাড়ি ফিরে যাব।” পরিবারের সদস্যটি তাদের সিদ্ধান্তের কথা জানান।
Comments are closed.