Also read in

লালরেমসিয়ামি কে ৪৫ লক্ষ, চাকরি ও জমি দিচ্ছে মিজোরাম সরকার

টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলের সদস্য লালরেমসিয়ামি মার’কে মিজোরাম সরকার বড় সড় আর্থিক পুরস্কার দিচ্ছে। শুক্রবার জোরামথাঙ্গা সরকার ঘোষণা করেছে তারা লালরেমসিয়ামিকে নগদ ৪৫ লক্ষ টাকা, একটি সরকারি চাকরি এবং এক খণ্ড জমি উপহার স্বরূপ দেবে।

মিজোরাম থেকে প্রথমবারের মতো একজন মহিলা হিসেবে মার জনগোষ্ঠীর লালারেমসিয়ামি অলিম্পিকে অংশগ্রহণ করে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। এরজন্য‌ই মিজোরামের সরকার তাঁকে পুরস্কৃত করছে। ভারতীয় মহিলা হকি দলের ড্রেসিংরুমে সিয়ামি বলেই পরিচিত লালরেমসিয়ামি।দলের নিয়মিত সদস্য তিনি। ফরোয়ার্ড হিসেবে এবারের অলিম্পিকে প্রতিভার নিদর্শন রেখেছেন। শুধু এবারের টোকিও অলিম্পিকেই নয়, জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসেও চারটি গোল করে রূপার বুট অর্জন করেছিলেন লালরেসিয়ামি। ২০১৮ সালের মহিলা বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।

রাজধানী আইজল শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূর কলাশিবের এক গরীব পরিবারে ২০০০ সালের ৩০ মার্চ তারিখে জন্মগ্রহণ করেছিলেন লালরেমসিয়ামি। টোকিও অলিম্পিকে চতুর্থ স্থান লাভ করা ভারতীয় মহিলা হকি দলের সদস্যকে রাজ্যে পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনা জানাতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে জোরামথাঙ্গা সরকার। রাজধানী আইজলে চলছে জোর প্রস্তুতি। এর আগে ১৯৯২ এবং ১৯৯৬ সালে মিজোরামের লালরেমসাঙ্গাই ভারতীয় তীরন্দাজ দলের সদস্য হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন।

২০১৬ সাল থেকে নয়া দিল্লির রাষ্ট্রীয় হকি অ্যাকাডেমিতে ট্রেনিং নিচ্ছেন লালরেলসিয়ামি। গত কয়েক বছর থেকে সাই এর অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন ভারতীয় মহিলা হকি দলের এই মিজো খেলোয়াড়।

Comments are closed.