Also read in

বিধায়ক আমিনুল হক লস্কর অসুস্থ হয়ে গ্রেসওয়েল নার্সিংহোমের আইসিইউতে, এখন অবস্থা স্থিতিশীল

 

সোনাইয়ের বিজেপি বিধায়ক আমিনুল হক লস্কর আজ সকাল ৯-৩০ মিনিট নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একটি অনুষ্ঠানে যোগদানের জন্য প্রস্তুত হওয়ার সময় তার রক্তচাপে বেশ তারতম্য ঘটে এবং অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে মেহেরপুরে অবস্থিত বেসরকারী হাসপাতাল গ্রেসওয়েলে তাকে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে দেখা যায় তার রক্তচাপ অনেকটা কমে গিয়েছিল, রক্তে সোডিয়ামের মাত্রা ও কম ছিল। এদিকে রক্তে শর্করার পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছিল। পরিস্থিতি বিবেচনায় ডাক্তাররা তাকে দুপুর বারোটা নাগাদ হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন।

হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ পিসি শর্মা এবং বিশিষ্ট ডাক্তার গিরিধারী করের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। সর্বশেষ সংবাদে জানা গেছে, তার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে। তবে তাকে আগামীকাল সকাল পর্যন্ত আইসিইউতে রাখা হবে।

 

বিধায়কের অসুস্থতার খবর পেয়ে বিভিন্ন নেতৃবৃন্দ সহ সাধারন জনগন হাসপাতলে গিয়ে খবরা খবর নিচ্ছেন। কাছাড় বিজেপি সভাপতি কৌশিক রাই তার দ্রুত আরোগ্য কামনা করে আমাদের প্রতিনিধিকে জানান, “আমি এবং মুখ্যমন্ত্রীর ওএসডি একটু আগে তাকে দেখে এসেছি, ডাক্তাররা বলছেন তার অবস্থার অনেক উন্নতি হয়েছে”।

Comments are closed.