Also read in

সম্পর্ক যাত্রায় মায়ানমার যেতে পারলেন না দিলীপ পাল, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

কেন্দ্রীয় সরকারের ‘লুক ইস্ট’ নীতি অনুযায়ী প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক উন্নয়নে রওনা হওয়া বিধায়ক দলের সঙ্গে মায়ানমার যেতে পারলেন না শিলচরের বিধায়ক দিলীপ পাল। মায়ানমার যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। মায়ানমার সীমান্তবর্তী মোরেতে পৌঁছানোর পর শারীরিক সমস্যা দেখা দিলে তাকে ইম্ফলে ফিরিয়ে আনা হয়। তবে প্রতিনিধিদলটির বাকি সদস্যরা মায়ানমার যাত্রা করেন।

ইম্ফল ফিরিয়ে এনে তাকে সাথে সাথে ইম্ফলের রিজিওনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। মুখ্যমন্ত্রী তার অসুস্থতার সংবাদ শুনে মনিপুর সরকারের সঙ্গে যোগাযোগ করে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশে তাকে আজ উন্নত চিকিৎসার জন্য নয়াদিল্লি নিয়ে যাওয়া হতে পারে। তবে অন্য এক সূত্রে জানা গেছে বিধায়ককে শিলচর ফিরিয়ে আনা হবে।

শিল্প ও বানিজ্য মন্ত্রীর চন্দ্রমোহন পাটোয়ারীর নেতৃত্বে সম্পর্ক যাত্রা বাংলাদেশ সফর শেষে করিমগঞ্জ, শিলচর হয়ে ইতিমধ্যে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুন গিয়ে পৌঁছেছে।

Comments are closed.

error: Content is protected !!