বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট: "নিষ্ক্রিয় করা হয়েছে, অপরাধী শনাক্ত করতে তদন্ত চলছে," এসপি, কাছাড়
আসাম থেকে নির্বাচিত বিজেপির বেশিরভাগ মন্ত্রী ও বিধায়ক বর্তমানে তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে মুম্বাইয়ে রয়েছেন। শিলচরের বিধায়ক যখন প্রশিক্ষণ কর্মসূচির কিছু অংশ পোস্ট করছিলেন, তখন তার প্রোফাইল নকল করে কে বা কারা আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে বন্ধুত্বের অনুরোধ ( ফ্রেন্ড রিকুয়েস্ট) পাঠাতে শুরু হয় । কারো কারো কাছে আর্থিক অনুদানের অনুরোধও পাঠানো হয়েছিল। বরাক বুলেটিনের সাথে কথা বলতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেছেন, “প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কাছাড় জেলার এসপি’কে জানিয়েছি।” তিনি এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের শিকার না হওয়ার আবেদন জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি ও প্রকাশ করেন। “প্রিয় বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা, আমার নামে একটি জাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এবং অর্থ সংক্রান্ত বিষয়ে লোকেদের বিভ্রান্ত করা হচ্ছে,” শিলচরের বিধায়ক ঐ বিবৃতিতে বলেছেন। এতে যোগ করা হয়েছে, “অনুগ্রহ করে আপনার ব্যাঙ্কের বিশদ বিবরণ বা অনলাইন লেনদেন আইডি কারও সাথে শেয়ার করবেন না। আমি বিষয়টি এসপি, কাছাড়কে জানিয়েছি। বন্ধুরা, আমি একটি দলীয় প্রশিক্ষণের জন্য মুম্বাইতে আছি।”
অভিযোগের ভিত্তিতে কাছাড় পুলিশ ইতিমধ্যেই ফেসবুকে যোগাযোগ করেছে। “অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়েছে। আমরা ইতিমধ্যেই অপরাধীকে শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছি। ফেসবুক টিমের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং তদন্ত অব্যাহত থাকবে,” জানিয়েছেন এসপি কাছাড় রমনদীপ কৌর।
Comments are closed.