Also read in

সভাপতি পদে দাঁড়াচ্ছেন না বিধায়ক দীপায়ন! নতুন প্যানেলে প্রেসিডেন্ট শিবব্রত, সচিব চন্দন

 নাটকীয় মোড় এল শিলচর জেলা ক্রীড়া সংস্থার আসন্ন বি জি এমে। যাকে ঘিরে গত এক মাস থেকে এত আলোচনা, তিনিই নিজেকে লড়াই থেকে সরিয়ে নিলেন। শিলচর ডি এস এর নতুন কর্ম সমিতিতে থাকছেন না বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কারণ সূত্রমতে জানা গেছে, সভাপতি পদের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন শিলচরের বিধায়ক। এবার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি পদের জন্য শাসকগোষ্ঠীর নতুন প্রার্থী শিবব্রত দত্ত। আর সচিব চন্দন শর্মা।

গতকাল থেকেই প্যানেল চূড়ান্ত করার জন্য একাধিক বৈঠক করেছে শাসকগোষ্ঠী। বিজেন্দ্র প্রসাদ সিং সরে দাঁড়ানোর পর সচিব পদের জন্য একাধিক নাম উঠে এসেছিল। ‌ এ নিয়ে গতি দৈনিকে এক্সক্লুসিভ খবরও করা হয়েছে। প্রথমে নাম শোনা যাচ্ছিল দেবাশীষ সোমের। তবে তার নাম নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা হতেই লেগে যায় অশান্তি। দুই এজিএসের পদপ্রার্থী চন্দন শর্মা ও অরিজিৎ গুপ্ত সাফ জানিয়ে দেন, তারা দেবাশীষের অধীনে কোনো পদে থাকবেন না।
ফলে সচিবের লড়াই থেকে ছেঁটে ফেলা হয় দেবাশীষ সোমের নাম। রবিবার রাতে শাসকগোষ্ঠী ফের একবার প্যানেল চূড়ান্ত করতে বৈঠকে বসে। এই বৈঠকে শুধু ছিলেন বিজেপি কর্মকর্তারা। এক সূত্র জানিয়েছেন, সেই বৈঠকেই বিধায়ক দীপায়ন নাকি জানান, তিনি সভাপতি পদে দাঁড়াবেন না। বরং এই পদের জন্য তার পছন্দের প্রার্থী শিবব্রত দত্ত। এরপরই সচিব পদের জন্য নাম উঠে আসে চন্দন শর্মার। সভাপতি, সচিব ছাড়া অন্যান্য পদের জন্য ও মোটামুটি একটা প্যানেল ঠিক হয় সেই বৈঠকে। এরপর আজ সকালে ফের একবার বৈঠকে বসেন বিধায়ক দীপায়ন। তবে এই বৈঠকে পার্টির কোনো কর্মকর্তা ছিলেন না। মূলত ক্রীড়া সংগঠকদের সঙ্গেই বৈঠকে বসেন বিধায়ক। তাতেই সভাপতি পদে শিবব্রত দত্ত ও সচিব পদের জন্য চন্দন শর্মার নাম মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে যদি ফের কোনো টুইস্ট না আসে তাহলে শিবব্রত দত্ত ও চন্দন শর্মাই শাসকগোষ্ঠীর সভাপতি ও সচিব পদপ্রার্থী হচ্ছেন।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, প্রায় একমাসের চেষ্টার পর একটা প্যানেল ও চূড়ান্ত করে ফেলেছে শাসক গোষ্ঠী। বিজেন্দ্র প্রসাদ সিং সরে দাঁড়ানোর পর বর্তমান কমিটির অনেকেই আসন্ন বি জি এম থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন। তারা আর লড়াইয়ে নামছেন না, আনুষ্ঠানিকভাবে এমন কিছু না জানালেও ক্রীড়া মহলে কান পাতালেই এমনটা শোনা যাচ্ছিল। এখানেও একটা নাটকীয় মোড় এসেছে। আজ শাসকগোষ্ঠীর যে প্যানেল চূড়ান্ত হয়েছে তাতে সেই সব ক্রীড়া সংগঠকরাও ফিরে এসেছেন।
যদিও একটা পদ নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। সেটা হচ্ছে সহ সভাপতি প্রশাসন। এই পদের জন্য শাসকগোষ্ঠীর প্যানেলে দুজনের নাম রয়েছে। সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য ও আশুতোষ রায়। এরমধ্যে ক্রীড়া সংগঠকদের পছন্দ হলেন সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য। আর ভারতীয় জনতা পার্টি ও কাছাড় স্পোর্টস ফোরামের পছন্দ আশুতোষ রায়। প্যানেলের অন্যান্য সহসভাপতি পদপ্রার্থীরা হলেন, মেজর – সুবিমল ধর, আদার্স – মৃদুল মজুমদার, স্টেডিয়াম – প্রসেনজিৎ ভট্টাচার্য, রেফারি – নন্দদুলাল রায়, সুইমিং – অনিমেষ সেনগুপ্ত, সাংস্কৃতিক- অজয় চক্রবর্তী। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনিমেষ সেনগুপ্ত কিন্তু শাসকগোষ্ঠীর প্যানেলে ছিলেন না। ঠিক একইভাবে সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য ও ছিলেন না। তবে এই দুজনকেই প্যানেলে রাখা হয়েছে।
অদল বদল করা হয়েছে তিন এজিএস পদেও। শাসকগোষ্ঠীর নতুন প্যানেলে তিন এজিএস হচ্ছেন দেবাশীষ সোম, অরিজিৎ গুপ্ত এবং পৃথ্বীশ পাল। এখানে নতুনভাবে উঠে এসেছে সংস্থার প্রাক্তন ইন্ডোর সচিব পৃথ্বীশ পালের নাম। কোষাধ্যক্ষ পদে যেমনটা শোনা যাচ্ছিল বুদ্ধদেব চৌধুরীকে রাখা হয়েছে। মজার বিষয় হচ্ছে, গত দুদিন ধরে শাসক গোষ্ঠীর বৈঠকে ক্রিকেট সচিব পদের জন্য আলোচনা হচ্ছিল নীহারেন্দু দেবের নাম নিয়ে। অথচ তিনি বিরোধী লোবির লোক। তাকে সমর্থন করছিলেন ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মকর্তা। তবে আজ সকালের বৈঠকে বর্তমান সচিব নিরঞ্জন দাস কেই নতুন কর্ম সমিতিতেও রেখে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরঞ্জনকেই ক্রিকেট সচিব পদপ্রার্থী করছে শাসকগোষ্ঠী। ফুটবল সচিব হিসেবে নাম রয়েছে বিকাশ দাসের। এর আগে এখানে নাম শোনা গেছিল শম্ভু চৌধুরীর। মাইনর গেমসের সচিব পদপ্রার্থী সত্যজিৎ দাস। স্টেডিয়াম সচিব হিসেবে শাসক গোষ্ঠীর প্রার্থী হচ্ছেন আশীষ চক্রবর্তী। এর আগে এজিএস পদের জন্য তার নাম শোনা গেছিল। যদিও তা নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন। ফলে সেখান থেকে সরিয়ে তাকে স্টেডিয়াম সচিবের পদে দাঁড় করানো হলো। ‌ প্যানেল একরকম চূড়ান্ত হয়ে গেলেও কিন্তু দু একটি পদে ধোঁয়াশা রয়ে গেছে। ‌ শম্ভু চৌধুরী নাম ফুটবল সচিব হিসেবে আসার পর মাইনরস গেমস সচিব হিসেবে সত্যজিৎ দাস কে রাখা হয়েছিল। ‌ তিনি এখনো এই পদের জন্য শাসকগোষ্ঠীর প্রার্থী। ‌ তবে ফুটবল সচিব হিসেবে বিকাশ দাস এসে যাওয়ায় শম্ভু চৌধুরীকে এবার কোন দায়িত্বের্ রাখবে শাসকগোষ্ঠী, সেটাও এখনও পরিষ্কার হয়নি।
শাসক গোষ্ঠীর প্যানেলের অন্যান্য পদপ্রার্থীরা হচ্ছেন, ইনডোর সচিব- অনিমেষ চন্দ। সুইমিং সচিব সুখেন সরকার। কালচারাল সচিব সত্যজিৎ দে। হকি সচিব সুদর্শন চৌধুরী। ফিজিক্যাল সচিব মিঠুন রায়। বলস সচিব শান্তনু রায়। আম্পায়ার সচিব হিমাদ্রিশেখর দাস। রেফারি সচিব সমর রায়। গ্রাউন্ড সচিব কৌশিক রায়।

Comments are closed.